সংলাপ প্রতিনিধি:: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে প্রবাসীর স্ত্রী মোছাম্মৎ জয়নাব বেগম জিনুর (২৭) উপর পরিকল্পিত হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় আহত ভুক্তভোগীর কাছ থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা এবং স্বামীর গাড়ির চালককে মারধর করে সিএনজি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী মোছাম্মৎ জয়নাব বেগম জিনু বাঁশখালী থানায় দায়েরকৃত অভিযোগে জানান, তার স্বামী মো. নবী হোসেন বর্তমানে কাতারে প্রবাসে রয়েছেন। গত ২ জুলাই সন্ধ্যা ৭টার দিকে তিনি চাম্বল বাজার থেকে স্বামীর পাঠানো টাকা (২ লক্ষ টাকা) বিকাশ থেকে উত্তোলন করে সিএনজি গাড়িযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তার সঙ্গে ছিলেন ভাই আহমদ ইকবাল ও স্বামীর সিএনজির ড্রাইভার মো. দিদারুল ইসলাম।
গন্ডামারার পতঙ্গা পাড়ার একটি চলাচলের রাস্তায় পৌঁছালে অভিযুক্ত ফখর উদ্দিন (সাং-পূর্ব বড়ঘোনা) ও কামরুল ইসলাম (সাং-পশ্চিম বড়ঘোনা)সহ অজ্ঞাতনামা আরও কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি সিএনজি গাড়িটি জোরপূর্বক থামিয়ে দেয়। একপর্যায়ে তারা ড্রাইভারকে মারধর করে এবং জয়নাব বেগমকে গাড়ি থেকে নামিয়ে দুই ভরি স্বর্ণালঙ্কার ও ২ লক্ষ ৫ হাজার টাকাসহ প্রবাসী স্বামীর মালিকানাধীন সিএনজি গাড়িটি ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী আইনের আশ্রয় নিলে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়। ভুক্তভোগীরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
স্থানীয়দের সাথে পরামর্শ করে থানায় অভিযোগ দায়ের করতে বিলম্ব হয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় বাঁশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘প্রবাসীর স্ত্রীকে মারধর, স্বর্ণ ও নগদ টাকা সহ প্রবাসীর সিএনজি চালিত অটোরিকশা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।’