1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :

বাঁশখালীতে স্কুলছাত্রীকে গণধর্ষণ: ৪ ধর্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৭৩৫ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা:::

চট্টগ্রামের বাঁশখালীতে বাহারছড়া রত্নপুর উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া নবম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগে জড়িত চার ধর্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের একটি আদালত।

অভিযুক্ত আসামীরা হলেন- বাঁশখালী উপজেলার ইলশা গ্রামের কাজী নুর মোহাম্মদের পুত্র কাজী শহীদুল ইসলাম (২৫), কাথরিয়ার হালিয়া পাড়ার মো. মিজানের পুত্র মো. জোবাইর (২৩), মো. জামালের পুত্র মো. আজম (২৫), ছনুয়া এলাকার মো. আবু শামার পুত্র মো. তৌহিদ (৩০)।

বৃহস্পতিবার (২০ মার্চ) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোস্তাক আহমদ তাদের বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলা সূত্রে জানা যায়, ‘বিগত ১১ জুলাই ২০২৪ বাঁশখালী উপজেলার কাথারিয়ার হালিয়া পাড়া পয়েন্টের ঝাউবাগানে বাহারছড়া রত্নপুর স্কুলের নবম শ্রেণি পড়ুয়া এক পিতৃহীন অসহায় মেয়েকে কাজী শহীদুল ইসলামের নেতৃত্বে গণধর্ষণ করে সংঘবদ্ধ একটি চক্র। পরবর্তীতে উক্ত ভিকটিম মামলা করার জন্য থানায় গেলে থানা মামলা নিতে গড়িমসি করে এবং ধর্ষকেরা বাদীকে মেরে ফেলার হুমকি দেয়।’

মামলায় বাদীপক্ষের আইনজীবী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম এর মানবাধিকার বিষয়ক সম্পাদক, জেলা ও দায়রাজজ আদালত চট্টগ্রামের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নাছির উদ্দিন বলেন, ‘স্কুল পড়ুয়া শিশু শিক্ষার্থীকে গণধর্ষণ এবং মামলা করলে ধর্ষকেরা বাদীকে মেরে ফেলার হুমকি দেওয়ার বিষয়টি পত্রিকায় সংবাদ দেখে আমি মাননীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১, চট্টগ্রামে ৬ জন কে আসামী করে মামলা করলে মাননীয় আদালত পিবিআই, চট্টগ্রাম কে তদন্ত প্রতিবেদন দেওয়ার আদেশ জারী করেন।

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আজ (বৃহস্পতিবার) ৪জন ধর্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ৭/৯(৩)/৩০ ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন বিজ্ঞ আদালত।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট