1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
চাম্বল খাদিজাতুল কোবরা মহিলা দাখিল মাদরাসার এডহক কমিটির সভাপতি মুহাম্মদ ইসমাইল “শীলকূপ” শাহ আমিনিয়া সড়ক সংস্কার চাই বাঁশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গোপনীয়তার দেয়াল ভেঙে সহিংসতার মঞ্চে ফেসবুক স্বর্ণের প্রলোভনে প্রতারণার ফাঁদে ‘আবদুছ সবুর’ এর গল্প মাধ্যমিকে স্কুল পর্যায়ে রফিকুল ইসলাম গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত মাদরাসা পর্যায়ে বাঁশখালীর গুণী শিক্ষক নির্বাচিত হলেন মুহাম্মদ মোশাররফ হোসাইন ওয়াশরুমে আটকা পড়া স্কুলছাত্রীকে বাঁশখালী ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান বাঁশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণে পুলিশের মতবিনিময় সভা বাঁশখালীর ‘পশ্চিম বাঁশখালায়’ অগ্নিকাণ্ডে ৫টি পরিবার নিঃস্ব, খোলা আকাশের নিচে ঠাঁই

‘আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না’ বাঁশখালীতে আইন-শৃঙ্খলা সভায় ওসি সাইফুল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:::

‘আপনার পুলিশ আপনার পাশে, তথ্য দিন সেবা নিন’ প্রতিপাদ্যের আলোকে বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে শেখেরখীল ইউপির মৌলভী বাজার বাহমনিখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শেখেরখীল কমিউনিটি পুলিশের সভাপতি মো.সাঈদ হোসেন চৌধুরী আরাফাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, বাঁশখালী উপজেলার সাবেক চেয়ারম্যান, দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ মাও মুহাম্মদ জহিরুল ইসলাম, শেখেরখীল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামসুল আলম।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ওসি সাইফুল ইসলাম বলেন, ‘দেশের বর্তমান প্রেক্ষাপটে মানুষ নানাভাবে অপরাধ সংগঠিত করে আসছে, আইন নিজের হাতে তুলে নিচ্ছে, যা মোটেও কাম্য নয়। কোনভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবেনা। পুলিশ ইতিমধ্যে পুরোদমে কাজে ফিরেছে। সার্বিক আইন-শৃঙ্খলা ও মানুষের নিরাপত্তা রক্ষায় কাজ করছে পুলিশ। এছাড়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। বেশ কিছু এলাকায় জায়গা-সম্পত্তি ও ব্যাক্তি কেন্দ্রীক বিরোধকে কেন্দ্র করে মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে। তা করা যাবেনা, এ বিষয়ে সামাজিকভাবে সকলকে সতর্ক থাকতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকভাবে ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।’

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (এসআই) দয়াল চন্দ্র ভৌমিক, শেখেরখীল কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মাস্টার এমরান বাচ্চু, সাধারণ সম্পাদক আব্দুন্নুর, সহ-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন। এ ছাড়াও কমিটির অন্যান্য সদস্য সহ স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট