
বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীতে ভোর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার প্রকৃত কারণ জানা গেছে। বাঁশখালী জোনাল অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোররাতে একটি অজ্ঞাত ট্রাক চেচুরিয়া এলাকার হাবিবের দোকানের সামনে স্থাপিত ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন টাওয়ারের খুঁটিতে ধাক্কা দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।
দুর্ঘটনায় টাওয়ারের খুঁটি সম্পূর্ণ ভেঙে পড়ায় দোহাজারী থেকে বাঁশখালী জোনাল অফিসের আওতাধীন জলদী ও নাপোড়া উপকেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি তাৎক্ষণিকভাবে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।
বাঁশখালী জোনাল অফিসের ডিজিএম মো. আতিকুর রহমান জানান, জরুরি ভিত্তিতে ঠিকাদারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত টাওয়ার পোল পরিবর্তনের কাজ চলছে। কাজ সম্পন্ন হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
এদিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় সকাল থেকে বাঁশখালীর বিভিন্ন এলাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। দ্রুত বিদ্যুৎ চালুর আশ্বাসে কিছুটা স্বস্তি ফিরেছে বলে জানান স্থানীয়রা।