
বাঁশখালী সংলাপ::: দেশ আইডিয়াল স্কুল এণ্ড কলেজের উদ্যোগে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, কৃতিশিক্ষার্থীদের পুরস্কার বিতরণ এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শনিবার বিকেলে চাম্বল বাজার আয়ান পার্কের হলরুমে সম্পন্ন হয়েছে। দুই অধিবেশনে বিভক্ত এ বর্ণাঢ্য অনুষ্ঠানটি শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে।
সকালে শুরু হওয়া প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। দুপুরে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
দেশ আইডিয়াল স্কুল এণ্ড কলেজের চেয়ারম্যান মুহাম্মদ জাফরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ মুজিবুর রহমান, সরকারি আলাওল কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ আজিজুর রহমান, অ্যাডভোকেট মুহাম্মদ হেলাল বিন মনজুর, অ্যাডভোকেট রায়হান সোবহান, মৌলভীবাজার ফারুকীয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ, বাঁশখালী কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ আবু তাহের, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এসএম আলী নেওয়াজ চৌধুরী ইরান এবং জলদি অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিছুজ্জামান শেখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সংবর্ধিত গুণিজন, সমাজসেবক ও নানা শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দেশ আইডিয়ালের সদস্য সচিব অধ্যাপক নেওয়াজ মুহাম্মদ হিরু। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আক্কাস রহমান।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শিষ্টাচার ও মূল্যবোধভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাঁরা বলেন, ‘দেশপ্রেম ঈমানেরই একটি অঙ্গ’, এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজেকে সৎ, যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা অর্জনের মাধ্যমে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে কৃতিশিক্ষার্থী ও গুণিজনদের সংবর্ধনা প্রদান করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান আরও প্রাণবন্ত হয়ে ওঠে। এছাড়া ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।