1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :

কুয়াশায় চোখ এড়িয়ে গেল বন্যহাতি, বাঁশখালীতে কৃষকের মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক::: চট্টগ্রামের বাঁশখালীতে ব্যক্তিমালিকানাধীন কৃষি জমিতে কাজ করতে যাওয়ার পথে বন্যহাতির আক্রমণে হাফেজ মো. কামাল উদ্দিন (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লোকালয় করলাশিয়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত হাফেজ মো. কামাল উদ্দিন একই উপজেলার চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সুম্মা সিকদার পাড়ার মৃত আসহাব মিয়ার পুত্র। তিনি পেশায় দিনমজুর ও প্রান্তিক কৃষক ছিলেন।

জলদি অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরের কুয়াশাচ্ছন্ন পরিবেশে কৃষিকাজে যাওয়ার সময় লোকালয়ে ঢুকে পড়া একটি বন্যহাতির মুখোমুখি হন কামাল উদ্দিন। হাতিটির উপস্থিতি বুঝতে না পেরে কাছে পৌঁছালে হাতিটি শুঁড় দিয়ে আঘাত করে। এতে তার মাথা ও বুকে গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে অবহিত করলে বাঁশখালী থানা পুলিশ ও বনবিভাগের লোক ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, ‘কৃষিকাজে যাওয়ার পথে বন্যহাতির আক্রমণে মো. কামাল নামের একজন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যান। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

এদিকে বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসরাইল হক জানান, সরকার নির্ধারিত বিধি অনুযায়ী বন্যপ্রাণীর আক্রমণে নিহত ব্যক্তির পরিবারকে ৩ লাখ টাকা আর্থিক ক্ষতিপূরণ প্রদান করা হবে। তিনি আরও বলেন, বন বিভাগ ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে দ্রুত ক্ষতিপূরণ প্রক্রিয়া সম্পন্ন করবে।

উল্লেখ্য, বাঁশখালীসহ দক্ষিণ চট্টগ্রামের পাহাড়ি ও বনসংলগ্ন এলাকায় সাম্প্রতিক সময়ে বন্যহাতির লোকালয়ে ঢুকে পড়ার ঘটনা বাড়ছে, যা স্থানীয় বাসিন্দা ও কৃষকদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট