1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীর পাহাড়ে বাড়ছে আদার বাণিজ্যিক চাষ, আশাতীত ফলনে খুশি চাষীরা অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: বাঁশখালীতে ৩ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ বাঁশখালীতে যৌথ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ২ বাঁশখালীতে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মতবিনিময় সভা ও চেক বিতরণ জাপানভিত্তিক রিসসো কোসেই-কাইয়ের উদ্যোগে বাঁশখালীতে শিক্ষা উপকরণ বিতরণ সরকারি বেড়িবাঁধ কেটে অবৈধভাবে বসানো নাসি উচ্ছেদ চায় বড়ঘোনাবাসী বাঁশখালীতে অনুষ্ঠিত হলো সৃজন সাংস্কৃতিক সংসদের ৮ম মেধাবৃত্তি পরীক্ষা নির্বাচনী শৃঙ্খলায় উদাহরণ অধ্যক্ষ জহিরুল: নিজেই সরালেন নিজের পোস্টার বাঁশখালীতে ইপসার উদ্যোগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত তফসিলের পর ৪৮ ঘণ্টার মধ্যে সব নির্বাচনি প্রচারণা সামগ্রী অপসারণের নির্দেশ

দাঁড়িপাল্লার সমর্থনে বাঁশখালীতে যুব-ছাত্র ও নাগরিক গণসমাবেশের প্রস্তুতি বৈঠক সম্পন্ন

  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:: চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) সংসদীয় আসনে দাঁড়িপাল্লার প্রার্থীর সমর্থনে আসন্ন যুব-ছাত্র ও নাগরিক গণসমাবেশকে সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় শীলকূপ টাইম বাজারের জাফর কনভেনশন হলরুমে আয়োজিত এ প্রস্তুতি সভায় কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান বক্তা হিসেবে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেন, ‘আগামী ১৩ ডিসেম্বর শনিবার বেলা ২টা ১৫ মিনিটে জলদী হাই স্কুল মাঠে অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামের দাঁড়িপাল্লার সমর্থনে যুব-ছাত্র, নাগরিক গণসমাবেশ অনুষ্ঠিত হবে। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সমাবেশে যোগ দিয়ে সফল করার আহবান জানাচ্ছি।’

অনুষ্ঠিতব্য গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। বিশেষ অতিথি থাকবেন চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি। এছাড়াও কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় নেতারা বক্তব্য রাখবেন।

আসন পরিচালক ও জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন- জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট আবু নাছের, চট্টগ্রাম পশ্চিম জেলা শিবিরের সভাপতি মুহাম্মদ আবদুর রহিম, বাঁশখালী উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল, পৌরসভা আমীর মাওলানা আবু তাহের, উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক গণসমাবেশের মাধ্যমে জনগণের প্রত্যাশা ও সমর্থনকে আরও বেগবান করা হবে। সকল স্তরের মানুষের অংশগ্রহণে সমাবেশকে ঐতিহাসিক রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট