
বাঁশখালী সংবর্ধনা::: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বাঁশখালীর সহযোগিতায় বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মঙ্গলবার সকালে আলোচনা সভা ও “অদম্য নারী পুরস্কার ২০২৫” প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদু আলম। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ্ এবং উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে নারীর অগ্রগামী ভূমিকার স্বীকৃতি হিসেবে সম্মাননা প্রদান করা হয়। অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে উপজেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হন বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদীর সাবনুর আক্তার। অর্থনৈতিক উদ্যোগ, স্বাবলম্বিতা ও কর্মসংস্থান সৃষ্টিতে তার অসাধারণ অবদানের জন্য তাকে সম্মাননা স্মারক দেওয়া হয়। সফল জননী নারী ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হিসেবে সম্মাননা লাভ করেন কালীপুরের কোকদন্ডির অমিতা নন্দী। পরিবার গঠন, সন্তান প্রতিপালন এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখায় তার দৃষ্টান্তমূলক অবদানের স্বীকৃতি হিসেবে তাকে স্মারক প্রদান করা হয়।
বক্তারা বলেন, বেগম রোকেয়ার আদর্শ আজও নারীর ক্ষমতায়ন, অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক পরিবর্তনের অনুপ্রেরণা। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সর্বস্তরে নারীর মর্যাদা নিশ্চিত করতে সরকার নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করছে।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।