
বাঁশখালী সংলাপ:: বাঁশখালী থানার অফিসার ও ফোর্সের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় থানার হলরুমে বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম- এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হালদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) সোহানুর রহমান সোহাগ। থানার অপারেশন অফিসার মো. আরিফ হোসাইন সঞ্চালকের দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মজনু মিয়া, রামদাশহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ তপন কুমার বাগচি, এসআই মো. জামাল হোসেন, এসআই দয়াল চন্দ্র ভৌমিক, এসআই বিভাষ কুমার শাহা, সাংবাদিক শিব্বির আহমদ রানাসহ থানার বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
বক্তারা বলেন, দীর্ঘ ১৫ মাস দায়িত্ব পালনকালে গণঅভ্যুত্থান-পরবর্তী জটিল পরিস্থিতিতে ক্রিটিকাল জনপদ বাঁশখালীকে শান্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ওসি সাইফুল ইসলাম। দুর্গাপূজা থেকে শুরু করে বিভিন্ন সময় উদ্ভূত সংবেদনশীল পরিস্থিতি দক্ষতার সঙ্গে সামাল দিয়েছেন তিনি। দায়িত্বশীলতা, বিচক্ষণতা ও পেশাদারিত্বের কারণে তিনি একাধিকবার চট্টগ্রামের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত হন। বক্তারা তার নতুন কর্মস্থলেও মানবিক ও যোগ্য পুলিশ কর্মকর্তা হিসেবে সুনাম ধরে রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিদায়ী ওসি মো. সাইফুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, ‘দীর্ঘ ১৫ মাস ধরে বাঁশখালীতে কর্মরত ছিলাম। বাঁশখালীবাসীর প্রত্যাশা অনুযায়ী সবকিছু করতে না পারলেও তারা আমাকে যেভাবে সহযোগিতা করেছেন, তা আজীবন স্মরণে থাকবে। বাঁশখালীর মানুষ আন্তরিক, সহযোগিতাপ্রবণ। তাদের সঙ্গে কাজ করতে পারা আমার জন্য সৌভাগ্যের। তাদের এই ভালোবাসাই আমার প্রকৃত কৃতিত্ব।’
অনুষ্ঠান শেষে সহকর্মী ও অতিথিরা বিদায়ী অফিসারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।
এর আগে উপজেলা অফিসার্স ক্লাবের হলরুমে নির্বাহী অফিসার (ইউএনও) মো. জামশেদুল আলমের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর সানী আকনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।