1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালী সমিতি চট্টগ্রামের শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন বিজয় দিবসের ব্যস্ততার সুযোগে ইয়াবা পাচার, বাঁশখালীতে যুবক গ্রেপ্তার বাঁশখালীর পাহাড়ে বাড়ছে আদার বাণিজ্যিক চাষ, আশাতীত ফলনে খুশি চাষীরা অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: বাঁশখালীতে ৩ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ বাঁশখালীতে যৌথ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ২ বাঁশখালীতে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মতবিনিময় সভা ও চেক বিতরণ জাপানভিত্তিক রিসসো কোসেই-কাইয়ের উদ্যোগে বাঁশখালীতে শিক্ষা উপকরণ বিতরণ সরকারি বেড়িবাঁধ কেটে অবৈধভাবে বসানো নাসি উচ্ছেদ চায় বড়ঘোনাবাসী বাঁশখালীতে অনুষ্ঠিত হলো সৃজন সাংস্কৃতিক সংসদের ৮ম মেধাবৃত্তি পরীক্ষা নির্বাচনী শৃঙ্খলায় উদাহরণ অধ্যক্ষ জহিরুল: নিজেই সরালেন নিজের পোস্টার

বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলন: দুটি ড্রেজার জব্দ, মালিককে ৫ লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের শঙ্খ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুটি ড্রেজার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় পটিয়ার শোভনদণ্ডী এলাকার বাসিন্দা মো. এরশাদ (৩৫)‌ কে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০–এর ৫(১) ধারা লঙ্ঘনের দায়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় আরও চারজনকে আটক করা হয়েছে।

রবিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। জব্দ করা ড্রেজার দুটি তদন্তের স্বার্থে স্থানীয় ইউপি সদস্য ফরিদ আহমদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, পুকুরিয়া ইউনিয়নের ৬ ও ৯ নম্বর ওয়ার্ডের তেছছিপাড়া ও কুমারখালী এলাকার শঙ্খ নদীতে দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর দুই তীরের ফসলি জমি ও বসতবাড়ি হুমকিতে পড়ে এবং পানি উন্নয়ন বোর্ডের জিও ব্যাগগুলো মারাত্মক ভাঙনের ঝুঁকিতে রয়েছে। অবিরাম ড্রেজারের শব্দে এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাপনও ব্যাহত হচ্ছিল।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন বলেন, ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন দেশের পরিবেশ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবৈধভাবে বালু উত্তোলন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, ‘নদী, পরিবেশ ও জনস্বার্থ রক্ষা আমাদের লক্ষ্য। স্থানীয়দের সহযোগিতা বাড়লে এসব অপরাধ বন্ধ করা আরও সহজ হবে।’
অভিযানে ইউপি সদস্য হাবিবুর রহমান, রিদওয়ানুল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট