1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :

শানে সাহাবার দেশসেরা জেলা সভাপতি বাঁশখালীর মাওলানা হামিদ হোসাইন আজিজি

  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ প্রতিনিধি:: শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের গোল্ডেন মেম্বার স্কোরবোর্ড (২০২৫) মূল্যায়নে সেরা জেলা সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সংগঠনের কেন্দ্রীয় বিভাগীয় যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি হাফেজ মাওলানা হামিদ হোসাইন আজিজি। সাংগঠনিক নিষ্ঠা, ত্যাগ, মননশীল শ্রম ও ধারাবাহিক নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, মাঠপর্যায়ে প্রকৃত কর্মতৎপরতা, সদস্য সংগ্রহ, দ্বীনি কার্যক্রম, সংগঠন সম্প্রসারণ, শৃঙ্খলা রক্ষা এবং দায়িত্ববোধ- সব কিছুতেই বিশেষ সাফল্য দেখিয়েছেন তিনি। মূল্যায়নে তাঁর প্রাপ্ত সর্বমোট পয়েন্ট দাঁড়িয়েছে ৪৬৫০। দায়িত্ব অবহেলা বা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কোনো অভিযোগ তাঁর বিরুদ্ধে নেই বলেই প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয়।

দীর্ঘ সময় ধরে চট্টগ্রাম দক্ষিণ জেলায় সংগঠনের কার্যক্রমকে সংগঠিত, টেকসই ও কার্যকর করে তুলতে অগ্রণী ভূমিকা রেখে আসছেন তিনি। মাঠপর্যায়ের কর্মীদের উৎসাহিত করা, ইমাম-খতীব-মুয়াজ্জিনদের অধিকার আদায়ে সচেতনতা বৃদ্ধি এবং তাদের কল্যাণে বিভিন্ন সেবা কার্যক্রমে তিনি সক্রিয় ভূমিকা পালন করছেন।

ব্যক্তিগত জীবনেও তিনি দাওরায়ে হাদিস পর্যন্ত পড়াশোনা সম্পন্ন করা একজন আলেম। বাড়ি বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সোলতান শিকদার পাড়ায়। ২০১৯ সাল থেকে তিনি শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত রয়েছেন। ফাউন্ডেশনটি দেশে-বিদেশে (দুবাই, সৌদি আরব, কাতারসহ) নিবন্ধিত সংগঠন হিসেবে ইমাম, মুয়াজ্জিন ও খতীবদের জন্য আইনি সেবা, চিকিৎসা সেবা, কর্মস্থান সহযোগিতা সহ ছয়টি মূল খাতে কাজ করে যাচ্ছে।

মাওলানা হামিদ হোসাইন আজিজি বলেন, ‘আমি নিয়মিত ইমাম-খতীব-মুয়াজ্জিনদের অধিকার নিয়ে কাজ করে যাচ্ছি। আমার মাধ্যমে যদি একজন মানুষের অধিকার ফিরে আসে- সেটিই আমার জন্য পরকালীন সাফল্য বলে মনে করি। প্রতিটি মাসলাকের আলেমদের এই সংগঠনে সম্পৃক্ততা ইতোমধ্যে আমাদের একটি ঐক্যের প্ল্যাটফর্ম দিয়েছে। এখনও যারা সদস্য হননি, তারাও যেন যুক্ত হয়ে সকলে মিলে খেদমত করতে পারেন- এটাই আমার প্রত্যাশা।’

সংগঠনের দায়িত্বশীল সূত্র মনে করে, তাঁর এ অর্জন অন্যান্য জেলা সভাপতিদের জন্যও অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট