1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে সম্পত্তির লোভে বাবাকে হত্যা: পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে ছেলের চাঞ্চল্যকর স্বীকারোক্তি বাঁশখালীতে জায়গা-জমি বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ শ্রমিক সমাজ অর্থনীতির মেরুদণ্ড’ বাঁশখালীতে রিক্সা চালক শ্রমিক কল্যাণের সভায় বক্তারা বাঁশখালীতে পরিত্যক্ত ভবন থেকে যুবকের লাশ উদ্ধার যেসব যন্ত্র কখনও মাল্টিপ্লাগে ব্যবহার উচিত নয় বাঁশখালী সমিতি চট্টগ্রামের নতুন কমিটি গঠিত বিবেক অফ, ক্যামেরা অন- সোশ্যাল ডিজিসে ভুগছে আধুনিক সমাজ বাঁশখালীর কদম রসূল সাগর পাড়ে ভেসে উঠলো অজ্ঞাত লাশ বাঁশখালীতে স্লুইসগেইট নির্মাণের দাবিতে কৃষকদের মানববন্ধন বাঁশখালীতে অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগ ভ্রাম্যমাণ আদালতে

বাঁশখালীতে ২০ দিনেও নিখোঁজ কিশোর নিহাদুলের সন্ধান মেলেনি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামের ১৬ বছরের এক কিশোর নিখোঁজ হওয়ার ২০ দিন অতিবাহিত হলেও এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বাঁশখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ কিশোরের নাম মোহাম্মদ নিহাদুল ইসলাম চৌধুরী (১৬)। তিনি ইলশা এলাকার মনছুর আলী চৌধুরীর বাড়ির বাসিন্দা জাফর আহমদ ও হুমায়রা বেগমের পুত্র।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৮টার সময় মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় নিহাদুল। কিন্তু সে আর বাড়ি ফিরে আসেনি। পরবর্তীতে আত্মীয়-স্বজন ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় নিখোঁজ কিশোরের মামা মোহাম্মদ নোমান উদ্দীন বাঁশখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, ‘আমার ভাগিনা নিহাদুল ইসলাম চৌধুরী মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরি করে রাখা প্রয়োজন মনে করেছি।’

নিখোঁজ কিশোরের শারীরিক বর্ণনা অনুযায়ী- চুল: কালো, গায়ের রং: শ্যামলা, উচ্চতা: ৫ ফুট ৪ ইঞ্চি, পরনের পোশাক: গোলাপি রঙের পাঞ্জাবি।

নিহাদুলের বড় ভাই মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘২০ দিন পার হয়ে গেলেও নিহাদুলের কোনো খোঁজ মেলেনি। আমরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে আছি। কেউ যদি তার সন্ধান পান, অনুগ্রহ করে নিকটস্থ থানায় বা আমাদের সঙ্গে যোগাযোগ করুন।’

এদিকে স্থানীয় এলাকাবাসী দ্রুত নিখোঁজ কিশোরের সন্ধান ও নিরাপদে পরিবারের কাছে ফেরানোর জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

📞সার্বিক যোগাযোগ:
মোহাম্মদ নোমান উদ্দীন
মোবাইল: ০১৮৩৫৪৫৬৪১২
বাহারছড়া,বাঁশখালী, চট্টগ্রাম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট