1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :

বাঁশখালী থেকে অপহৃত শিশু ১৬ ঘণ্টার পর উদ্ধার, গ্রেফতার ১

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:: চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের ১৬ ঘণ্টার অভিযানে অপহৃত পাঁচ মাস বয়সী শিশু আদিয়াতকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ১৩ অক্টোবর দুপুরে বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের আলজ্জানি বাপের বাড়ী এলাকায় প্রতিবেশী রিদুয়ান (৩২) কৌশলে মনজুর আলমের পাঁচ মাস বয়সী ছেলে আদিয়াতকে কোলে নিয়ে অপহরণ করে। শিশুটির বাবা খোঁজাখুঁজির পর না পেয়ে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন।

মামলার পরপরই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)-এর নির্দেশে আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগের তত্ত্বাবধানে ও ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে বাঁশখালী থানা পুলিশ অভিযান শুরু করে।

তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে চন্দনাইশ উপজেলার মুরাদাবাদ এলাকা থেকে চন্দনাইশ থানা পুলিশের সহায়তায় শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় রোবাইদা সুলতানা আনজু (২৮) নামে এক নারীকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে আনজু পুলিশকে জানান, তিনি রিদুয়ান ও তার সহযোগী আলমগীরের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকায় শিশুটিকে ক্রয় করেছিলেন। পুলিশ জানিয়েছে, পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

আজ সন্ধ্যায় বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি)’র কক্ষে সাংবাদিকদের ব্রিফিংয়ে ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তা ও টিমওয়ার্কের মাধ্যমে মাত্র ১৬ ঘণ্টার মধ্যে অপহৃত শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছি। শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট