
বাঁশখালী সংলাপ:: চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার উত্তর জলদি নোয়াপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়েছে। রোববার (১২ অক্টোবর) বিকেল ৪টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে বাঁশখালী ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সংবাদ পাওয়ার পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে। অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি।
আগুনে নুর আহমদ নামের এক ব্যক্তির মালিকানাধীন দুই কক্ষবিশিষ্ট চালা কাঁচা বসতঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিক হিসাব অনুযায়ী, ক্ষতির পরিমাণ প্রায় ৫০ হাজার টাকা।
অগ্নিনির্বাপণ অভিযানে নেতৃত্ব দেন বাঁশখালী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমান। তাঁর নেতৃত্বে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় আশপাশের এলাকা।