
বাঁশখালী সংলাপ: দক্ষিণ চট্টগ্রামের স্বনামধন্য চিকিৎসা সেবা প্রতিষ্ঠান বাঁশখালী ন্যাশনাল হাসপাতাল প্রাইভেট লিমিটেড-এর চতুর্থ বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৫ এবং নির্বাহী পরিষদ নির্বাচন ২০২৫ গত শুক্রবার উপজেলার চাম্বল বাজারস্থ আয়ান পার্কে অনুষ্ঠিত হয়েছে।
ছয় সদস্যের নিরপেক্ষ নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে উপস্থিত শেয়ারহোল্ডারদের প্রত্যক্ষ ভোটে আগামী তিন বছরের জন্য ১০ জন সম্মানিত নির্বাহী পরিষদ সদস্য নির্বাচিত হন। নির্বাচিত সদস্যরা হলেন- মোহাম্মদ ইউনুচ, এ.কে.এম মাইনুদ্দিন, মোহাম্মদ রিয়াজুল করিম, অ্যাডভোকেট আনোয়ার সাদাত, মাওলানা মিজবাহ উদ্দিন, মাওলানা শহীদুল্লাহ, আহমদুর রহমান, আশেক এলাহী, আব্দুল মান্নান তালুকদার, মো. ফোরকান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মোহাম্মদ নাসের এবং সঞ্চালনা করেন হাসপাতালের সিইও মোহাম্মদ আরিফুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মেজিস্ট্রেট শাহাদাত হোসেন, অধ্যক্ষ মো. আরিফ উল্লাহ, মাস্টার ইমরান বাচ্চু, মোহাম্মদ আব্দুল আজিজ।
অনুষ্ঠানে বক্তারা বাঁশখালী ন্যাশনাল হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নতুন নির্বাহী পরিষদকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

Oplus_131072