1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে সম্পত্তির লোভে বাবাকে হত্যা: পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে ছেলের চাঞ্চল্যকর স্বীকারোক্তি বাঁশখালীতে জায়গা-জমি বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ শ্রমিক সমাজ অর্থনীতির মেরুদণ্ড’ বাঁশখালীতে রিক্সা চালক শ্রমিক কল্যাণের সভায় বক্তারা বাঁশখালীতে পরিত্যক্ত ভবন থেকে যুবকের লাশ উদ্ধার যেসব যন্ত্র কখনও মাল্টিপ্লাগে ব্যবহার উচিত নয় বাঁশখালী সমিতি চট্টগ্রামের নতুন কমিটি গঠিত বিবেক অফ, ক্যামেরা অন- সোশ্যাল ডিজিসে ভুগছে আধুনিক সমাজ বাঁশখালীর কদম রসূল সাগর পাড়ে ভেসে উঠলো অজ্ঞাত লাশ বাঁশখালীতে স্লুইসগেইট নির্মাণের দাবিতে কৃষকদের মানববন্ধন বাঁশখালীতে অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগ ভ্রাম্যমাণ আদালতে

বাঁশখালীতে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্পন্ন

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাঁশখালী উজেলা জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ পরবর্তী বিক্ষোভ মিছিলটি জলদি মিয়ার বাজার হতে প্রদক্ষিণ করে জিএস প্লাজা মার্কেটের মোড়ে এসে শেষ হয়।

উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাও ইসমাইল এর সভাপতিত্বে মিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাও মুহাম্মদ শাহজাহান, প্রধান বক্তার বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাও বদরুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঁশখালী সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাও জহিরুল ইসলাম। সমাবেশ ও মিছিল পরিচানা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাও আরিফ উল্লাহ।

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দক্ষিণ জেলা সেক্রেটারি মোক্তার হোসাইন সিকদার, পৌর আমীর অধ্যক্ষ মাও আবু তাহের, উপজেলা সহ সেক্রেটারি অধ্যক্ষ মাও মোশাররফ হোসাইন, সহ সেক্রেটারি মাওলানা এনামুল হক, সহ সেক্রেটারি মাও মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক জি এম সাইফুল ইসলাম, শ্রম সম্পাদক মাও জুবায়ের, অফিস সম্পাদক মাও মুজিবুর রহমান, পুকুরিয়ার সাবেক চেয়ারম্যান নুরুল আমিন সিকদার, কর্মপরিষদ সদস্য সৈয়দ মর্তুজা আলী, যুব নেতা খোরশেদ আলী চৌধুরী, শেখ ফরিদ উদ্দিন রাজু সহ উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর দেখা যাচ্ছে একটি দল নির্বাচন নিয়ে মরিয়া হয়ে উঠেছে, কিন্তু মুক্তিযোদ্ধাদের রক্তের বিচার নিয়ে তারা কোনো কথা বলছে না। তারা দাবি করেন, জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচন ও সংস্কার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না। দাবিগুলো পূরণ করে নির্বাচনের জন্য সুন্দর পরিবেশ তৈরির আহ্বান জানান বক্তারা।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট