চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের শাহ আমিনিয়া সড়ক আজ চরম অবহেলা আর বঞ্চনার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। প্রায় বিশ বছর আগে তৎকালীন সরকার মাত্র একবার ব্রিক রোড নির্মাণ করেছিলো, এরপর থেকে এই সড়ক সংস্কারে কোনো সরকারি উদ্যোগ নেওয়া হয়নি। এত বছর ধরে অসংখ্যবার সংস্কারের প্রয়োজন হলেও এক টাকাও সরকারি বাজেট বরাদ্দ হয়নি। বারবার জনগণের টাকায় সাময়িক মেরামতের মাধ্যমে চলাচল টিকিয়ে রাখা হয়েছে, কিন্তু বর্তমানে রাস্তাটি সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখন আর যানবাহন তো দূরের কথা, মানুষের পায়ে হেঁটে চলাও কষ্টকর হয়ে পড়েছে।
এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করে, কৃষিপণ্য ও নিত্যপ্রয়োজনীয় মালামাল পরিবহন হয়। অথচ একের পর এক স্থানীয় সরকার নির্বাচনে প্রতিশ্রুতি দেওয়া হলেও কাজের ক্ষেত্রে কেউই নজর দেয়নি। দুই দশক ধরে শাহ আমিনিয়া সড়ক শুধু প্রতিশ্রুতি শুনেছে, বাস্তবে দেখেনি কোনো পদক্ষেপ। এখন সময় এসেছে অবহেলা আর বঞ্চনার অবসান ঘটানোর। জনগণ আর মিথ্যা প্রতিশ্রুতি শুনতে চায় না। বর্তমান ভারপ্রাপ্ত জনপ্রতিনিধি ও দলীয় প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে এই সড়ককে সরকারি বাজেটে অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ সংস্কার ও টেকসই নির্মাণের উদ্যোগ নিন। জনগণের অধিকার প্রতিষ্ঠার এই দাবি আর উপেক্ষা করার সুযোগ নেই। যদি দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় তবে এই অবহেলার দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ও বর্তমান প্রতিনিধিদের বহন করতে হবে।
✍️ আব্দুল্লাহ আল মাহমুদ
(শিক্ষার্থী: ইতিহাস বিভাগ, চট্টগ্রাম কলেজ)