1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :

শীলকূপে শাহ্ আমিনীয়া সড়কের আরসিসি ঢালাই উদ্বোধন

  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

শীলকূপ প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের অভ্যন্তরিণ সড়ক ‘শাহ আমিনীয়া সড়ক’ এর আরসিসি ঢালাইয়ের শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী আনুষ্ঠানিকভাবে সড়কটির উদ্বোধন করেন।

এ সময় মহিলা ইউপি সদস্য (১,২,৩ নম্বর ওয়ার্ড) জান্নাতুল ফেরদৌসের প্রতিনিধি হোসাইন সিদ্দিকী, মো. নুর উল্লাহ, নেজাম উদ্দীন, আমির হোসেন, নুরুল আমিন, মো. বাদশা, পরিষদের চৌকিদার মাহমুদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ৮০ মিটার দৈর্ঘ্যের এ সড়ক নির্মাণে ব্যয় হয়েছে ৫ লক্ষ ৭৩ হাজার টাকা। উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে এবং এলজিইডির তত্ত্বাবধানে টি চৌধুরী এন্টারপ্রাইজ সড়কটির কাজ করছে। ঠিকাদারি প্রতিষ্ঠান জানিয়েছে, আজকের মধ্যেই সড়কের কাজ সম্পন্ন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী বলেন, “২০২৩ সালের ডিসেম্বর মাসে উপজেলা মাসিক সমন্বয় সভায় শাহ আমিনীয়া সড়ক নির্মাণের অনুমোদন হয়। পরবর্তীতে ইউনিয়ন পরিষদের আবেদনের ভিত্তিতে ২০২৩-২৪ অর্থবছরে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল থেকে সড়কটির বাজেট পাশ করা হয়। এ সড়ক নির্মাণে স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট