1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :

কৃষি যন্ত্রপাতি প্রতিযোগিতায় দেশসেরা চতুর্থ স্থান: বাঁশখালীর গর্ব ডুয়েটের আব্দুন নূর

  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ প্রতিবেদন: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই), গাজীপুরে আয়োজিত “কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ ও ধারণা প্রতিযোগিতা ২০২৫”-এর চূড়ান্ত পর্বে সারা দেশ থেকে নির্বাচিত শীর্ষ ৪৫ প্রতিযোগীর মধ্যে দেশসেরা চতুর্থ স্থান অর্জন করেছেন চট্টগ্রামের বাঁশখালীর সন্তান এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ আব্দুন নূর।

তার উপস্থাপিত উদ্ভাবনী প্রজেক্ট “Smart Soil Health Blanket: A Biodegradable Agro-Textile Innovation” বিচারকমণ্ডলীর বিশেষ প্রশংসা কুড়ায়। ধানখড়ি, কলাগাছের ফাইবার, জুট ফাইবার ও কচুরিপানা দিয়ে তৈরি এই জৈব-ভিত্তিক মাল্চ শীট প্লাস্টিক মাল্চের টেকসই বিকল্প হিসেবে কাজ করবে। এটি মাটির আর্দ্রতা ধরে রাখা, জৈব সার উপাদান বৃদ্ধি এবং ক্ষুদ্র ও নগর কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক হবে।

শিক্ষাজীবন ও সাফল্য: বাঁশখালীর আল-আমিন বারিয়া কামিল মাদ্রাসা থেকে আব্দুন নূরের শিক্ষাজীবন শুরু। ২০১৫ সালে জেডিসি ও ২০১৮ সালে এসএসসি বিজ্ঞানে জিপিএ-৫ অর্জনের পর তিনি চট্টগ্রাম টেক্সটাইল ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন ৩.৯৫ সিজিপিএসহ। বর্তমানে তিনি ডুয়েট-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে বিএসসি অধ্যয়নরত।

এ পর্যন্ত তিনি বহু উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন— ডুয়েট ভর্তি পরীক্ষায় ২য় স্থান। AUST Textile Innovation Competition – চ্যাম্পিয়ন। ন্যাশনাল টেক্সটাইল অলিম্পিয়াড ২.০ – ১ম রানার-আপ। TEXBIZ আর্টিকেল রাইটিং প্রতিযোগিতায় সম্মাননা। একাধিক কুইজ, কনটেন্ট রাইটিং ও পোস্টার প্রতিযোগিতায় পুরস্কার।

শিল্প ও পেশাগত অভিজ্ঞতা: একাডেমিক সাফল্যের পাশাপাশি বাস্তব ক্ষেত্রেও তার রয়েছে অভিজ্ঞতা। তিনি Apparel Promoter Ltd.-এ কেমিক্যাল ম্যানেজমেন্টে স্টোর অফিসার এবং Bismillah Fabric Ltd.-এ কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি Softmax Online School-এ কনটেন্ট ডেভেলপার হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি South Asian Student Council-এর ডেপুটি সেক্রেটারি জেনারেল এবং এডুকেশন ও রিসার্চ ডিপার্টমেন্টের কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

ভবিষ্যৎ পরিকল্পনা: আব্দুন নূর বলেন, “আমার লক্ষ্য টেকসই কৃষি ও টেক্সটাইল উদ্ভাবনে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করা, যাতে কৃষি ও পরিবেশ উভয়ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব ফেলা যায়।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট