অধ্যক্ষ জহিরুল ইসলাম বলেন— কুরআন-সুন্নাহভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ছাড়া মুক্তি নেই।
শীলকূপ প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মনকিচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র কমিটির উদ্যোগে এক কর্মী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) রাতে ইউনিয়নের ওসমান কমিউনিটি সেন্টারে এ বৈঠক সম্পন্ন হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত সমর্থিত চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের এমপি পদপ্রার্থী, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলাম।
ইউনিয়ন আমীর মাওলানা হোসাইন আহমেদ কাসেমীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মুহাম্মদ রবিউল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইছমাইল, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ, জিএম সাইফুল ইসলাম মিনার, কাজী নূর মুহাম্মদ, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহিম, মাওলানা জাফর আহমদ ও মাওলানা জালাল উদ্দীন।
বক্তারা বলেন— “বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণমানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলনের কোনো বিকল্প নেই। আল্লাহর আইন ছাড়া মানুষের শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। আজ দেশে যে অন্যায়, অবিচার ও দুর্নীতি চলছে, তা থেকে মুক্তি পেতে হলে কুরআন-সুন্নাহভিত্তিক সমাজ প্রতিষ্ঠা অপরিহার্য।”
তাঁরা আরো বলেন— “জামায়াতে ইসলামী ইসলামের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। এজন্য প্রত্যেক কর্মীকে নিবেদিত প্রাণ হয়ে দায়িত্ব পালন করতে হবে। সত্য ও ন্যায়ের এই সংগ্রামে কারো কাছে মাথা নত করা যাবে না।”
সভায় ওয়ার্ড জামায়াতের সভাপতি ডা. আব্দুস সাত্তার, ইউনিয়ন টিম সদস্য নুরুল আমিন তালুকদার, শ্রমিক কল্যাণ সভাপতি রেজাউল করিম, বায়তুল মাল সম্পাদক মোহাম্মদ ইউসুফসহ স্থানীয় পাড়া ও মহল্লার প্রতিনিধিগণ বক্তব্যে অংশ নেন।