1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :

“যুব সমাজই পরিবর্তনের চালিকাশক্তি”—গন্ডামারায় যুব সম্মেলনে জহিরুল ইসলাম

  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

গন্ডামারা প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে “যুব দায়িত্বশীল সম্মেলন” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকেলে গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয় হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন যুব বিভাগের সভাপতি সায়েম সিদ্দিকী রুকনের সভাপতিত্বে , সেক্রেটারি আনোয়ার হোসাইনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াত সমর্থিত চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের এমপি পদপ্রার্থী, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যুব সমাজের হাত ধরেই এ দেশ স্বাধীন হয়েছে। যে কোনো অন্যায় রুখে দিয়ে সমাজে ন্যায় প্রতিষ্ঠায় যুব সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। জামায়াতে ইসলামী আগামীর সুখী-সমৃদ্ধ দেশ গড়তে একটি সুগঠিত যুব সমাজকে চায়। আমাদের যুব সমাজ দেশের প্রয়োজনে ইসলামী সমাজ বিনির্মাণে কাজ করবে—এটাই প্রত্যাশা।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও গন্ডামারা ইউপির সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আরিফ উল্লাহ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা শহিদ উল্লাহ, সাবেক ছাত্রনেতা তৌহিদুল ইসলাম আকবর, ইউনিয়ন জামায়াতের সভাপতি ডা. আলি হোছাইন, সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, মাস্টার মনির উল্লাহ, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাজী এইচএম ওসমান গনি এবং সেক্রেটারি আব্দুল করিম সিকদার প্রমুখ।

সম্মেলনে বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট