শীলকূপ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী শীলকূপ ইউনিয়ন শাখার উদ্যোগে চরতিয়া পাড়া মাদরাসা ভোট কেন্দ্র কমিটির কর্মী বৈঠক শুক্রবার (২৯ আগস্ট) রাত ৮টায় মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলাম।
তিনি বলেন, “দেশের বর্তমান সঙ্কট উত্তরণের জন্য ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা কায়েম করা জরুরি। সেই লক্ষ্যে প্রতিটি ভোট কেন্দ্রে দায়িত্বশীল ও কর্মীদের আত্মত্যাগের মাধ্যমে সংগঠনকে সুদৃঢ় করতে হবে।”
ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রবিউল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল, সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ আরিফ উল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক জিএম সাইফুল ইসলাম মিনার।
বক্তারা বলেন, “ইসলামী আন্দোলনের লক্ষ্য হলো আল্লাহর দেওয়া দীনকে প্রতিষ্ঠিত করা। এ কাজে কর্মীদের ধৈর্য, ঐক্য ও সুপরিকল্পিত কর্মতৎপরতা অপরিহার্য।”
অনুষ্ঠানে ইউনিয়ন ও ওয়ার্ডের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।