বাঁশখালী প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে ২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় এপ্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে সরকারি আলাওল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের কে জ্ঞান অর্জনের প্রতি আসক্তি থাকতে হবে। জ্ঞান অর্জনকেই যখন আসক্তি হিসেবে নেব, তখনই প্রকৃত সফলতা আসবে। পড়াশোনার লক্ষ্য প্রতিশোধ নয়, বরং সম্প্রীতি ও ভালোবাসা প্রতিষ্ঠা করা। দেশের সমৃদ্ধির জন্য মেধাবী হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। ইসলামী ছাত্রশিবির মেধাবী প্রজন্ম নিয়ে সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন দেখে। আমরা সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।”
জেলা পশ্চিম শিবির সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী উত্তর শিবির সভাপতি তানজির হোসেন জুয়েল, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলাম, সরকারি আলাওল কলেজের অধ্যক্ষ ফজলে এলাহী, দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আবু নাছের, চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী ইমরানুল হক, পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ আবু তাহের এবং জেলা পশ্চিম শিবির সেক্রেটারি ফরমানুর রহমান জাহিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা অফিস সম্পাদক সারতাজ আরেফিন ফাহিম। এসময় বাঁশখালী ছাত্রশিবিরের বিভিন্ন শাখা পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দুই শতাধিক এপ্লাসপ্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়।