রেজাউল করিম, বিশেষ সংবাদদাতা: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মনকিচরে হেফজ শিক্ষার্থী মোহাম্মদ (১১) ইন্তেকাল করেছেন।
শনিবার (১৬ আগস্ট) দুপুর ৩টার দিকে তিনি বাঁশখালী আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। শ্বাসকষ্টজনিত জটিলতায় তার মৃত্যু হয়। মৃত মোহাম্মদ মনকিচর এমদাদুল ইসলাম মাদ্রাসার হেফজ বিভাগে অধ্যয়নরত ছিলেন। ইতোমধ্যে তিনি কোরআনের ১০ পারা মুখস্থ করেছিলেন।
শিশু মোহাম্মদ, মরহুম আল্লামা আবুল কাশেম (রহ.)-এর দৌহিত্র এবং প্রবাসী মাওলানা শোয়াইব এর একমাত্র পুত্র।
রবিবার (১৭ আগস্ট) সকাল ৯টায় মনকিচর মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে পরিবার সূত্রে নিশ্চিত করা হয়েছে।
শিশু শিক্ষার্থীর অকাল মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।