বাঁশখালী সংলাপ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে বাঁশখালীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে উপজেলার খানখানাবাদ ইউনিয়নের কদম রসুল জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে দেশনেত্রীর রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য লায়ন আতাউর রহমান কাইসার, খানখানাবাদ ইউনিয়ন বিএনপি নেতা শাহেদ উদ্দীন, বাঁশখালী উপজেলা যুবদল নেতা মুহাম্মদ আশরাফ আলী, যুবনেতা মোজাম্মেল হক, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. কাইদুল ওয়াদুদ জিহান, ছাত্রনেতা মিজান, মাসুদ, মাঈনু, জোবাইর, তাওসিফসহ ওয়ার্ড বিএনপির প্রবীণ নেতা ও স্থানীয় সমর্থকবৃন্দ।
মাহফিলে নেতাকর্মীরা বলেন, দেশনেত্রী খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সারাদেশে দোয়া অনুষ্ঠিত হচ্ছে।