1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
চাম্বল খাদিজাতুল কোবরা মহিলা দাখিল মাদরাসার এডহক কমিটির সভাপতি মুহাম্মদ ইসমাইল “শীলকূপ” শাহ আমিনিয়া সড়ক সংস্কার চাই বাঁশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গোপনীয়তার দেয়াল ভেঙে সহিংসতার মঞ্চে ফেসবুক স্বর্ণের প্রলোভনে প্রতারণার ফাঁদে ‘আবদুছ সবুর’ এর গল্প মাধ্যমিকে স্কুল পর্যায়ে রফিকুল ইসলাম গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত মাদরাসা পর্যায়ে বাঁশখালীর গুণী শিক্ষক নির্বাচিত হলেন মুহাম্মদ মোশাররফ হোসাইন ওয়াশরুমে আটকা পড়া স্কুলছাত্রীকে বাঁশখালী ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান বাঁশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণে পুলিশের মতবিনিময় সভা বাঁশখালীর ‘পশ্চিম বাঁশখালায়’ অগ্নিকাণ্ডে ৫টি পরিবার নিঃস্ব, খোলা আকাশের নিচে ঠাঁই

বাঁশখালীতে পূর্বশত্রুতার জেরে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, পুকুরে মিলল লাশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: পূর্বশত্রুতার জের ধরে চট্টগ্রামের বাঁশখালীতে মোজাহের আহমদ (৪৯) নামে এক ব্যক্তিকে ধরে নিয়ে হাতুড়ি দিয়ে মাথায় গুরুতর আঘাত করে হত্যা করার পর লাশ পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে থানা মর্গে নিয়ে আসেন বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনার ৭ নম্বর ওয়ার্ডের গোলাপজানি বাপের বাড়িতে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত মোজাহের আহমদ একই এলাকার পাশ্ববর্তী দরাফ আলী সিকদার বাড়ির মো. শেয়ার আলীর পূত্র।

নিহতের পরিবার খবর পেয়ে ছুটে গেলে দেখতে পায় লাশ পুকুরে ফেলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। পরে পুকুর থেকে লাশ তুলে পুলিশকে খবর দেয় তারা।

নিহত মোজাহের আহমদ এর ছোট ভাই মো. জহিরুল ইসলাম বলেন, ‘বিগত কয়েকমাস আগে আমার বড় নিহত মোজাহের আহমদের পুত্র শাকিলকে মারধর করে একই এলাকার আলী আকবরের ছেলে মো. দেলোয়ার। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। পরে ক্ষিপ্ত হয়ে চলতি বছরের মে মাসের ৯ তারিখ আমাদের বসতঘরে অগ্নিসংযোগ ঘটিয়ে দোকানের মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ ঘটনায় আমার ভাই বাদি হয়ে মো. সায়মন, মো. আকবর, আব্দুর রহমান, মো. দেলোয়ার, মো. নাছির সহ ২৩ জনের নাম উল্লেখ করে আরও ১০ জনকে অজ্ঞাত রেখে বাঁশখালী থানায় এজহার দায়ের করেন।

তিনি আরও জানান, ‘ওই মামলার এজহার নামীয় আসামী মো. সায়মন (৩৫), আব্দুর রহমান (৩৫) ও মো. নাছির (৪০) কে আটক করে বাঁশখালী থানা পুলিশ তাদের কে জেলহাজতে প্রেরণ করেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) উক্ত মামলায় আমি ও আমার বড় ভাই মোজাহের হাজিরা দিই। পরে আমার ভাই মোজাহের তার নিজ বাড়িতে চলে যায়। আমি জলদীর বাসায় থেকে যাই। আমার বড় ভাই বাড়িতে চলে যাওয়ার সময় আমাদের বাড়ির অল্প দক্ষিণে পৌঁছালে পূর্ব থেকে উৎপেতে থাকা প্রতিপক্ষের লোকজন ভাইকে ধরে তাদের বাড়িতে নিয়ে যায়। বাড়িতে আটকে রেখে হাতুড়ি দিয়ে উপর্যপুরি মাথায় গুরুতর জখম করে হত্যা করে তাদের বাড়ির পুকুরে ফেলে চলে যায়। আমার ভাইকে নির্মমভাবে হত্যার বিচার চাই।’

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

 

ছবি: নিহত মো. মোজাহের (৪৯)।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট