1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ১০১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত বাঁশখালীতে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি, গুণীজন পেলেন সংবর্ধনা বাঁশখালী প্রধান সড়কে ভাড়া তালিকা চাই! চট্টগ্রামে বৃষ্টি মানেই পরাজিত রাষ্ট্রের মুখ বাঁশখালী হাসপাতালে ডেলিভারি, আইসিইউ’তে নবজাতকের মৃত্যু: চিকিৎসায় অবহেলা ও দুর্ব্যবহারের অভিযোগে ক্ষুব্ধ পরিবার বাঁশখালীতে ডিসি আসার খবরে রাতারাতি স্কুল মাঠে অস্থায়ী সড়ক, সমালোচনার ঝড় বৈলছড়ী ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক কমিটি গঠন ধর্মীয় প্রতিষ্ঠান যেন হয় ‘সার্বজনীন ও স্বচ্ছতার’ প্রতীক আইআইইউসি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হলেন বাঁশখালীর কাইদুল ওয়াদুদ জিহান শীলকূপ ইউনিয়নে গ্রাম আদালতে ন্যায়বিচার পেয়ে সন্তুষ্ট বিচারপ্রার্থীরা

স্কুলগামী শিক্ষার্থীদের মরণফাঁদ! বাঁশখালী সরকারী উচ্চ বিদ্যালয় সংযোগ সড়কের করুণ দশা

  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক এখন যেন শিক্ষার্থীদের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। বিশেষ করে বাঁশখালী সরকারী উচ্চ বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন হাট-বাজারে যাতায়াতকারী হাজারো মানুষ প্রতিদিনই পোহাচ্ছেন সীমাহীন দুর্ভোগ।

সরেজমিনে দেখা গেছে, শীলকূপ ইউনিয়ন পরিষদ সড়ক, মরহুম আবুল হোসেন সড়ক এবং ডাক বাংলো সড়কের একাধিক অংশে বড় বড় গর্ত তৈরি হয়েছে, কোথাও কোথাও জমে আছে হাঁটুসমান পানি। শিক্ষার্থীদের বই খাতা মাথায় রেখে কর্দমাক্ত পথে চলাচল করতে হচ্ছে। কেউ কেউ ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যাচ্ছে, ভিজে যাচ্ছে ইউনিফর্ম ও স্কুলব্যাগ।

স্থানীয়রা জানান, সড়ক সংস্কারের নামে কয়েক বছর আগে কার্পেটিং ও ইট খুলে ফেলা হলেও এরপর আর কোনো দৃশ্যমান কাজ হয়নি। বর্ষা এলেই দুর্ভোগ চরমে পৌঁছে যায়। অথচ এসব সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন, এরমধ্যে রয়েছে রংগিয়াঘোনা মনছুরিয়া ফাযিল মাদরাসা, বাঁশখালী সরকারী উচ্চ বিদ্যালয়, মনকিচর সরকারী উচ্চ বিদ্যালয়, মনকিচর ওয়াজেদিয়া প্রাথমিক বিদ্যালয়সহ বহু শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা।

একাধিক অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসী অভিযোগ করে বলেন, “জনপ্রতিনিধিরা ভোটের সময় এসে আশ্বাস দিয়ে যান, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। প্রশাসনেরও যেন এসব নিয়ে কোনো মাথাব্যথা নেই।”

বাঁশখালী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুখ জানান, “জালিয়াখালী বাজার হতে স্কুল পর্যন্ত সড়কের দুর্দশা দীর্ঘদিনের। এ স্কুলের প্রায় ১৮০০ শিক্ষার্থী প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে। এতে শিক্ষার পরিবেশ যেমন ব্যাহত হচ্ছে, তেমনি বাড়ছে শারীরিক ঝুঁকি।”

শীলকূপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী বলেন, “বৃষ্টির কারণে ঠিকাদারেরা কাজ শুরু করতে পারছে না বলে জানিয়েছে। ইউনিয়ন পরিষদ সড়কের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে।”

এ বিষয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার জামশেদুল আলম বলেন, “এলাকাবাসীর দাবি ও শিক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনায় আমি উপজেলা প্রকৌশলীকে বিষয়টি অবহিত করি এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে।”

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কাজী ফাহাদ বিন মাহমুদ বলেন, ‘এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আমাকে অবগত করেছেন। সরেজমিন পরিদর্শন করা হবে। সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অতিদ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।”

স্থানীয়দের দাবি, অন্তত ১৫-২০ হাজার মানুষ এই তিনটি সড়কের উপর নির্ভরশীল। সড়কগুলো দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করলে দুর্ভোগ লাঘব হবে। শিক্ষার্থীরাও ফিরে পাবে নিরাপদ স্কুল যাত্রা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট