নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাঁশখালীতে হরতালের সমর্থনে গভীর রাতে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা চালানো হয়েছে। শনিবার (১৯ জুলাই) রাত ৩টার দিকে বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজের সামনে এবং সাধনপুর ইউনিয়নের সাহেবেরহাট এলাকায় আঞ্চলিক মহাসড়কের দুইটি স্থানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সড়ক অবরোধকারীরা পালিয়ে যায়।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি যৌথ দল সড়কে পড়ে থাকা গাছের গুঁড়ি সরিয়ে ফেলায় সকাল থেকেই যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘খবর পাওয়ার পর রাতেই আমরা ফায়ার সার্ভিসের সহযোগিতায় ঘটনাস্থলে গিয়ে সড়ক পরিষ্কার করি। এর আগেই দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।’
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক যুবলীগ নেতা জানান, ‘হরতালের সমর্থনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ কর্মসূচি চলবে। কোনো ঝটিকা মিছিল বা সহিংস কর্মকাণ্ডে আমরা বিশ্বাসী নই।’
স্থানীয়দের দাবি, রাত আনুমানিক ৩টার দিকে ছাত্রলীগ ও যুবলীগের ৭/৮ জন কর্মী সড়কে গাছ ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। তাদের উদ্দেশ্য ছিল যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা।
উল্লেখ্য, গোপালগঞ্জে সংঘটিত এক ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের ডাকে রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে হরতাল পালিত হচ্ছে।