1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :

বাঁশখালীতে সিএনজি চালক অপহরণ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: চট্টগ্রামের বাঁশখালীর কালীপুর ইউনিয়নের লিচুবাগান এলাকা থেকে এক সিএনজি চালককে অপহরণ ও রাতভর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ জুন) বিকেল ৩টায় গুনাগরী চৌমুহনী চত্বরে বাঁশখালী অটোরিকশা (সিএনজি) পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক শ্রমিক অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মনছুর।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন- সহ-সভাপতি মাহমুদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দীন, অর্থ সম্পাদক ওহিদুল আলম, ক্রীড়া সম্পাদক আবু ছালেক, দপ্তর সম্পাদক মনির আহমদ,
সাংস্কৃতিক সম্পাদক মোঃ মহিউদ্দীন, সদস্য মিলন মল্লিক।

বক্তারা বলেন, “এটি শুধু একজন শ্রমিকের ওপর নয়, গোটা শ্রমিক সমাজের ওপর সন্ত্রাসী হামলা। অপহরণকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।” তারা প্রশাসনকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুশিয়ারী দেন।”

উল্লেখ্য, গত ২৫ জুন রাতে শ্রমিক আলি আহমদকে লিচুবাগান সিএনজি স্টেশন এলাকা থেকে অপহরণ করা হয়। পরদিন সকালে জঙ্গল গুনাগরী এলাকা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ সময় নির্বাচন সাব কমিটির চেয়ারম্যান মোঃ নুরুল কবির, সাবেক সহ-সভাপতি মামুন মিয়া, লাইনম্যান আবদুল গফুর সহ মানববন্ধনে শ্রমিক নেতৃবৃন্দ, এলাকাবাসী ও শুভানুধ্যায়ীসহ অনেকে অংশ নেন এবং প্রশাসনের প্রতি দ্রুত বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট