বাঁশখালী সংলাপ: বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন বাঁশখালী উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার সাফরান রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি ডা. মোহাম্মদ এস.এ রাসেল এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এস.এন রাসেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ডা. মামুনুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—দক্ষিণ জেলা যুবদলের সহ প্রচার সম্পাদক মো. নুরুল আলম, বাঁশখালী উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব এডভোকেট মাহমুদুল ইসলাম, বাংলাদেশ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার’স (ওয়েলফেয়ার) সোসাইটি বাঁশখালী শাখার সভাপতি ডা. আশেক এলাহি রনি, ডা. মুহাম্মদ শিহাব উদ্দিন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, “পল্লী চিকিৎসকদের সংগঠিত করে স্বাস্থ্য সেবার মানোন্নয়ন ও সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই জাতীয়তাবাদী দর্শনের কার্যকর বাস্তবায়ন সম্ভব।”
অনুষ্ঠানে পল্লী চিকিৎসক নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।