বাঁশখালী সংলাপ প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে ছয় হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ৮টা ১০ মিনিটে বাঁশখালী থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে। বাঁশখালী থানা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদারের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. জামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ বাঁশখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড জলদী এলাকায় থানা গেটের সামনে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন একজনকে আটক করে।
পরে তার দেহ তল্লাশি করে মোট ৬,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত যুবকের নাম মোহাম্মদ ইব্রাহিম (২১)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নয়া পাড়ার বাসিন্দা। তার পিতার নাম রবি আলম এবং মাতার নাম খুরশিদা বেগম।
বাঁশখালী থানা সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মাদক ও মোটরসাইকেল জব্দপূর্বক গ্রেফতার ইব্রাহিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।