বাঁশখালী সংলাপ: চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে গোসল করতে গিয়ে নুরুল মোস্তফা (১৬) নামে এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনার সত্যতা নিশ্চিৎ করেন তার প্রতিবেশী নুরুল কাদের নামে এক ব্যক্তি।
রবিবার (২২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে উপজেলার গন্ডামারা ইউনিয়নের পশ্চিম গন্ডামারা এলাকায়।
এ ঘটনায় মারা যাওয়া কিশোর নুরুল মোস্তফা ওই এলাকার ১ নম্বর ওয়ার্ডের সাইফুরা বাপের বাড়ির সৈয়দ আহমদের দ্বিতীয় পুত্র।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ‘নুরুল মোস্তফা সকালে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। দীর্ঘ সময় পার হয়ে গেলেও তার সন্ধান পাওয়া যায় নি। পরে দেখা যায় ওই কিশোরের মরদেহ পুকুরে ভাসমান অবস্থায় আছে। জানা যায়, ওই কিশোর মানসিক প্রতিবন্ধী।