শিব্বির আহমদ রানা::
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ পশ্চিম মনকিচর হেডপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১২ পরিবারের মাঝে ঢেউ টিন ও ৭২ হাজার টাকার চেক বিতরণ করেন বাঁশখালী উপজেলা প্রশাসন।
রবিবার (১৫ জুন) সকালে বাঁশখালী উপজেলা পরিষদ চত্বরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তর থেকে প্রত্যেক ক্ষতিগ্রস্থ পরিবারকে দুই বান করে ঢেউ টিন ও ছয় হাজার টাকার একটি করে চেক তুলে দেন। এর পূর্বে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে শীলকূপ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ৫০ কেজী চাউল ও দুটি করে কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কাজী ফাহাদ বিন মাহমুদ, শীলকূপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
প্রসঙ্গত, এর আগে গত শুক্রবার উপজেলার শীলকূপ ইউনিয়নের পশ্চিম মনকিচর হেডপাড়া এলাকার ২ নম্বর ওয়ার্ডের কালু মাঝির বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ১২টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়।