বাঁশখালী সংলাপ:::
বাঁশখালীর ঐতিহ্যবাহী শীলকূপ টাইমবাজারের ইজারাদার, বিশিষ্টজন ও ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভা অস্থায়ী কার্যালয়ে মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে কাজী নুর মুহাম্মদের সভাপতিত্বে অনুষ্টিত হয়। মতবিনিময় শেষে স্থানীয় চেয়ারম্যান ও ইজারাদার বাজার মনিটরিং করেন।
বাজারের ইজারাদার সাংবাদিক মোক্তার আহমদ ও শিব্বির আহমদ রানা’র যৌথ সঞ্চালনায় এ সময় প্রধান অতিথির আলোচনা করেন শীলকূপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী। বিশেষ অতিথির আলোচনা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও ইন্ডাস্ট্রিয়ালিষ্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বাঁশখালী উপজেলার সভাপতি এস.এম আলী নেওয়াজ চৌধুরী ইরান, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব জাফর আহমদ, টাইমবাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির দপ্তর সম্পাদক হাফেজ মোস্তাক আহমদ।
উপস্থিত ছিলেন বাজারের ইজারাদার ও বিশিষ্ট জমিদার নুরুল হাকিম, শীলকূপ ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. রেজাউল করিম, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক রাহাত, স্বপ্নের বাতিঘর’র চেয়ারম্যান ডা. সাদ্দাম হোসেন, সততা গ্রুপের এমডি নেজাম উদ্দিন, ছগির সিকদার সহ বাজারের বিশিষ্ট ব্যবসায়ীগণ।
এ সময় অতিথিরা বলেন, ‘শীলকূপ টাইমবাজার একটি ঐতিহ্যবাহী বাজার। এ বাজারের শৃঙ্খলা ফেরাতে, সড়কের যানজট দূরীকরণে স্থানীয় জনপ্রতিনিধি ও ইজারাদার যৌথভাবে কাজ করবে। এ বাজারের মূল অভিভাবক বাঁশখালী উপজেলা প্রশাসন। প্রশাসনের সার্বিক সহযোগীতায় বাজারের ঐতিহ্য ও সুনাম রক্ষার্থে সার্বক্ষণিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
রংগিয়াঘোনা মনছুরিয়া ফাযিল মাদরাসার সাবেক আরবি প্রভাষক মাও মাহাবুবর রহমানের দোয়া ও মুনাজাতের মধ্যদিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘটে।