বাঁশখালী সংলাপ:::
চট্টগ্রাম বাঁশখালীতে পৈত্রিক সূত্রে পাওয়া ৪ বোনের ২ কানি (৮০ শতক) জমির ধান ক্ষেত ঘাস মারা বিষ (আগাছানাশক) দিয়ে জ্বালীয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আপন ভাইয়ের বিরুদ্ধে।
শনিবার দিবাগত রাতে উপজেলার গণ্ডামারা ইউপির পশ্চিম বড়ঘোনা ৬ নম্বর ওয়ার্ডের জহির আলী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় ভাতিজা মো. ওমর ফারুক ও ভাই হাজ্বী আমির হোছাইনের বিরুদ্ধে বাঁশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী বোন ছাবেকুন্নাহার।
অভিযোগ সুত্রে জানা যায়, ‘পৈত্রিক সূত্রে পাওয়া ৮০ শতক জায়গায় যৌথভাবে দুই বছর ধরে ধান চাষ করে চার বোন। ধান পাকা হয়ে উঠলে ভাই তা নিজের বলে দাবি করে। পরে বোনরা বাধা দিলে ক্ষীপ্ত হয়ে রাতের আধাঁরে ঘাস মারা বিষ (আগাছানাশক) দিয়ে ধান জ্বালিয়ে দেয় আমির হোছাইন ও তার সাঙ্গপাঙ্গরা। এ ঘটনায় লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ভুক্তভোগীরা।’
এ বিষয়ে ভুক্তভোগী ছাবেকুন্নাহার বলেন, ‘আমরা চার বোন পৈত্রিক সূত্রে ১৬৮ শতক জায়গায় প্রাপ্ত হই। আমার ভাই তা দীর্ঘ সময় ধরে ভোগ করে আসছিলেন। পরে আমরা সালিশ এবং আদালতের মাধ্যমে ৮০ শতক জায়গায় উদ্ধার করি। পরে সেই সব জায়গায় আমরা ধান চাষ করিলে আমার ভাই ক্ষিপ্ত হয়ে ঘাস মারা বিষ দিয়ে ধান গাছগুলো পুড়িয়ে দেয়। আমরা অসহায় চার বোন প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
অভিযুক্ত হাজ্বী আমির হোসেন বলেন, ‘তারা যে জায়গা দাবী করছে তা আমার জায়গা। চল্লিশ বছর ধরে ওই জায়গা আমি ভোগ করে আসছি। ওই জায়াগ নিয়ে দীর্ঘদিন ধরে আমার বোনদের সাথে বিরোধ চলে আসছে। বিরোধীয় জায়গা নিয়ে আদালত চলছে। আমার বিরোদ্ধে কিটনাশক দিয়ে ধান ক্ষেত জ্বালিয়ে দেওয়ার অভিযোগ সত্য নয়।’
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় অভিযোগ পাওয়ার পরই বিষয়টি তদন্ত করা হচ্ছে। অপরাধ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’