1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :

জামায়াত ইসলামী যুব বিভাগ পুকুরিয়া ইউনিয়ন কমিটিতে সভাপতি মিনহাজ, সেক্রেটারি সিফাত

  • প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

আফনান চৌধুরী:::
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী পুকুরিয়া ইউনিয়ন শাখার যুব বিভাগের উদ্যোগে ইউনিয়ন যুব সম্মেলন ও ইফতার মাহফিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ জহিরুল ইসলাম।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার পুকুরিয়া চাঁদপুর বাজার কাদেরীয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, প্রধান মেহমান ছিলেন দক্ষিণ জেলা যুব বিভাগের সভাপতি এডভোকেট আবু নাছের, প্রধান বক্তা বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক জি এম সাইফুল ইসলাম।

পুকুরিয়া ইউনিয়ন যুব শাখার নবগঠিত কমিটির সভাপতি মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে পবিত্র কুরআন করীম থেকে দরস পেশ করেন মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য খোরশেদ আলী চৌধুরী, পুকুরিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি দেলোয়ার হোসাইন, সেক্রেটারি জাহেদুল ইসলাম,বায়তুল মাল সম্পাদক ডাঃ মুহাম্মদ আফনান চৌধুরী সহ প্রমুখ ।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী পুকুরিয়া ইউনিয়ন শাখার যুব বিভাগের কমিটি ঘোষণা করা হয়। পুকুরিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি দেলোয়ার হোসাইন এবং সেক্রেটারি জাহেদুল ইসলামের যৌথ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ২০২৫-২৬ সেশনের জন্য পুকুরিয়া ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের ঘোষিত এই কমিটিতে মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দীনকে সভাপতি এবং আব্দুর রহিম সিফাতকে সেক্রেটারি করে ১৯ সদস্য বিশিষ্ট নবগঠিত একমিটির অনুমোদন দেয়া হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট