1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার, একজন আটক আইন-শৃঙ্খলা রক্ষায় জনতার সহযোগিতা জরুরি: বাঁশখালীতে পুলিশ সুপার সাইফুল ইসলাম বাঁশখালীতে ঋষিধাম মহারাজের সাথে সৌজন্য সাক্ষাতে অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বাঁশখালীতে অগ্নিদুর্গত পাঁচ পরিবারের মাঝে জামায়াতের অর্থ সহায়তা চাম্বল খাদিজাতুল কোবরা মহিলা দাখিল মাদরাসার এডহক কমিটির সভাপতি মুহাম্মদ ইসমাইল “শীলকূপ” শাহ আমিনিয়া সড়ক সংস্কার চাই বাঁশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গোপনীয়তার দেয়াল ভেঙে সহিংসতার মঞ্চে ফেসবুক স্বর্ণের প্রলোভনে প্রতারণার ফাঁদে ‘আবদুছ সবুর’ এর গল্প মাধ্যমিকে স্কুল পর্যায়ে রফিকুল ইসলাম গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত

বাঁশখালীতে বাড়ীর সীমানা বিরোধে হামলার ঘটনায় নারীসহ আহত দুই

  • প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৯৭৯ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ প্রতিনিধি:::

বাঁশখালীতে বাড়ীর সীমানা প্রাচীরের বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় মোহছেনা বেগম (৭০) ও তার ছেলে মুহাম্মদ ছৈয়দুল আলম প্রকাশ পেটান মেস্ত্রি (৩৮) কে কুপিয়ে গুরতর জখম করার অভিযোগ উঠে। এ ঘটনায় আহত দু’জনের অবস্থা আশংকাজনক হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাদের কে চমেক প্রেরণ করেন।

শনিবার (১ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে চাম্বল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব-চাম্বল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত মোহছেনা বেগম ও ছৈয়দুল আলম চাম্বল ইউনিয়নের একই এলাকার মৃত আব্দুল আজিজের স্ত্রী ও পুত্র।

আহত ছৈয়দুল আলমের স্ত্রী হুরাইন জান্নাত অভিযোগ করে বলেন, ‘সকালে আমার স্বামীসহ সবাই ভাত খেতে বসেছি। এ সময়ে প্রতিপক্ষ স্থানীয় মৃত এয়াকুব আলীর পুত্র নুর হোসেন, নুর হোসেনের পুত্র আলী হোসেন এবং জাকের হোসেন নেতৃত্বে আরও পাঁচ/ছয়জন লোক আমার স্বামীকে ডেকে নিয়ে বাড়ির উঠানে লোহার রড, লাঠিসোটা ও দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় সন্ত্রাসীরা আমার বয়োঃবৃদ্ধা শ্বাশুড়িকেও কুপিয়ে গুরুতর জখম করে। পুরো শরীরে অসংখ্য দায়ের কোপ বসিয়েছে।’

বর্তমানে আমার শ্বামী ও শ্বাশুড়ীর অবস্থা আশংকাজনক। চমেক হাসপাতালে চিকিৎসা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত ডা. সাবরিনা ইসলাম জানান, চাম্বলে মারামারি ঘটনায় আহত মা ও ছেলের অবস্থা আশংকাজনক হলে তাদের কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘চাম্বলে হামলা ও মারামারির ঘটনায় এখনও পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে, সুনির্দ্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত পুর্বক ব্যবস্থা নেয়া হবে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট