1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে সম্পত্তির লোভে বাবাকে হত্যা: পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে ছেলের চাঞ্চল্যকর স্বীকারোক্তি বাঁশখালীতে জায়গা-জমি বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ শ্রমিক সমাজ অর্থনীতির মেরুদণ্ড’ বাঁশখালীতে রিক্সা চালক শ্রমিক কল্যাণের সভায় বক্তারা বাঁশখালীতে পরিত্যক্ত ভবন থেকে যুবকের লাশ উদ্ধার যেসব যন্ত্র কখনও মাল্টিপ্লাগে ব্যবহার উচিত নয় বাঁশখালী সমিতি চট্টগ্রামের নতুন কমিটি গঠিত বিবেক অফ, ক্যামেরা অন- সোশ্যাল ডিজিসে ভুগছে আধুনিক সমাজ বাঁশখালীর কদম রসূল সাগর পাড়ে ভেসে উঠলো অজ্ঞাত লাশ বাঁশখালীতে স্লুইসগেইট নির্মাণের দাবিতে কৃষকদের মানববন্ধন বাঁশখালীতে অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগ ভ্রাম্যমাণ আদালতে

বাঁশখালীতে বাড়ীর সীমানা বিরোধে হামলার ঘটনায় নারীসহ আহত দুই

  • প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২০১৪ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ প্রতিনিধি:::

বাঁশখালীতে বাড়ীর সীমানা প্রাচীরের বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় মোহছেনা বেগম (৭০) ও তার ছেলে মুহাম্মদ ছৈয়দুল আলম প্রকাশ পেটান মেস্ত্রি (৩৮) কে কুপিয়ে গুরতর জখম করার অভিযোগ উঠে। এ ঘটনায় আহত দু’জনের অবস্থা আশংকাজনক হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাদের কে চমেক প্রেরণ করেন।

শনিবার (১ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে চাম্বল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব-চাম্বল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত মোহছেনা বেগম ও ছৈয়দুল আলম চাম্বল ইউনিয়নের একই এলাকার মৃত আব্দুল আজিজের স্ত্রী ও পুত্র।

আহত ছৈয়দুল আলমের স্ত্রী হুরাইন জান্নাত অভিযোগ করে বলেন, ‘সকালে আমার স্বামীসহ সবাই ভাত খেতে বসেছি। এ সময়ে প্রতিপক্ষ স্থানীয় মৃত এয়াকুব আলীর পুত্র নুর হোসেন, নুর হোসেনের পুত্র আলী হোসেন এবং জাকের হোসেন নেতৃত্বে আরও পাঁচ/ছয়জন লোক আমার স্বামীকে ডেকে নিয়ে বাড়ির উঠানে লোহার রড, লাঠিসোটা ও দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় সন্ত্রাসীরা আমার বয়োঃবৃদ্ধা শ্বাশুড়িকেও কুপিয়ে গুরুতর জখম করে। পুরো শরীরে অসংখ্য দায়ের কোপ বসিয়েছে।’

বর্তমানে আমার শ্বামী ও শ্বাশুড়ীর অবস্থা আশংকাজনক। চমেক হাসপাতালে চিকিৎসা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত ডা. সাবরিনা ইসলাম জানান, চাম্বলে মারামারি ঘটনায় আহত মা ও ছেলের অবস্থা আশংকাজনক হলে তাদের কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘চাম্বলে হামলা ও মারামারির ঘটনায় এখনও পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে, সুনির্দ্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত পুর্বক ব্যবস্থা নেয়া হবে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট