1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :

বাঁশখালী সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক::: চট্টগ্রামের বাঁশখালীতে জোয়ারের পানিতে ভেসে আসা এক অজ্ঞাতনামা বৃদ্ধের (৬০) লাশ উদ্ধার করেছে বাঁশখালী থানা পুলিশ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বাঁশখালী সমুদ্র সৈকতের বাহারছড়া ইউনিয়নের হালিয়াপাড়া ও রত্নপুর এলাকার মধ্যবর্তী অংশ থেকে কর্দমাক্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

বাঁশখালী থানার অপারেশন অফিসার মো. আরিফ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।’

ঘটনাস্থলে উপস্থিত বাঁশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) গৌর শাহ জানান, ভোরে বাহারছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রত্নপুর সমুদ্র উপকূলে জোয়ারের পানিতে লাশটি ভেসে আসে। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে অবহিত করলে সকাল ১০টার দিকে স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া মৃতদেহটির শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত ব্যক্তির পরনে ছিল একটি লুঙ্গি, পাতা রঙের শার্ট ও কালো জ্যাকেট। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হয়তো একজন জেলে অথবা মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হতে পারেন। ধারণা করা হচ্ছে, লাশটি অন্তত একদিন ধরে সাগরে ভাসছিল।

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, ‘লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট