
সংলাপ প্রতিনিধি::: বাংলাদেশ জামায়াতে ইসলামী শীলকূপ ইউনিয়নের উদ্যোগে সোমবার শীলকূপ ইউনিয়ন কার্যালয়ে সর্বস্তরের আলেম-ওলামাদের অংশগ্রহণে ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শীলকূপ ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হোছাইন আহমদ কাসেমীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ আব্দুর রহিম।
পবিত্র কোরআন থেকে দারস পেশ করেন পুঁইছড়ি সিনিয়র কামিল মাদরাসার অধ্যক্ষ ও উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ মোশাররফ হোছাইন। ইউনিয়ন সেক্রেটারি রবিউল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ, রংগিয়াঘোনা ফাযিল মাদরাসার সাবেক অধ্যাপক মুফতি হাফেজুল ইসলাম, অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমানসহ অন্যান্য ওলামা-মাশায়েখ নেতৃবৃন্দ।
সম্মেলনের শেষে শীলকূপ ইউনিয়ন ওলামা-মাশায়েখ বিভাগের সভাপতি হিসেবে মাওলানা মুহাম্মদ জাহেদুল ইসলাম এবং সেক্রেটারি হিসেবে প্রভাষক মাওলানা মুহাম্মদ আরমান হাকিমকে মনোনীত করা হয়।