
সাঙ্গু তীরবর্তী অঞ্চলে গঠিত সামাজিক সংগঠন সাঙ্গু ইউনিয়ন চট্টগ্রাম–এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণ ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. সানাউল্লাহ চৌধুরী, ডিন, ইঞ্জিনিয়ারিং অনুষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা আব্বাস উদ্দিন আহমদ, সিনিয়র শিক্ষক (ইংরেজি), বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম। প্রধান আলোচকের বক্তব্য রাখেন উপদেষ্টা মাওলানা আব্দুল মোকাররম চৌধুরী, সিনিয়র শিক্ষক (আরবি), পুকুরিয়া আনছারুল উলুম ফাযিল মাদরাসা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাঙ্গু ইউনিয়ন চট্টগ্রামের সভাপতি ও ছাত্রনেতা মোহাম্মদ ফোরকানুল হক।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের বিভিন্ন পর্যায়ে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও সদস্যদের মাঝে বর্ষসেরা সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উপদেষ্টাদের মধ্যে শ্রেষ্ঠ সহযোগী সম্মাননা ক্রেস্ট লাভ করেন অধ্যাপক ড. সানাউল্লাহ চৌধুরী। সদস্যদের মধ্যে শ্রেষ্ঠ সহযোগী সম্মাননা ক্রেস্ট অর্জন করেন প্রবাসী কল্যাণ পরিষদের হাফেজ আমিন উল্লাহ।
এছাড়া শ্রেষ্ঠ প্রচার সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় আবু সাঈদ মোহাম্মদ সোহেল ও কাইছার হামিদ-কে। সর্বাধিক সক্রিয় সদস্য সম্মাননা ক্রেস্ট লাভ করেন মহিউদ্দিন পিংকু, জাহাঙ্গীর আলম ও জাফরুল ইসলাম।
অনুষ্ঠানের আরেকটি উল্লেখযোগ্য পর্ব ছিল শীতবস্ত্র বিতরণ কার্যক্রম। এতে মুসলিম ও হিন্দু- উভয় সম্প্রদায়ের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের দৃষ্টান্ত স্থাপিত হয়।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজকরা জানান, মানবতার সেবাই সংগঠনের মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রেসবিজ্ঞপ্তি।