
নিজস্ব প্রতিবেদক::: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন লেয়াকত আলী।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে তিনি বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলমের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম পদত্যাগপত্র গ্রহণের সত্যতা নিশ্চিত করে বলেন, গন্ডামারা ইউপির চেয়ারম্যান লেয়াকত আলীর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে এবং এটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
লেয়াকত আলী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি দীর্ঘদিন ধরে বাঁশখালী আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে এই আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
পদত্যাগপত্র জমা দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লেয়াকত আলী বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতেই চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছি। দলের চেয়ে জনগণ আমার কাছে বড়। বাঁশখালীর জনগণের নির্দেশেই আমি নির্বাচনে অংশ নিচ্ছি। দলের সিদ্ধান্ত ভুলও হতে পারে। এখনো সময় আছে, আমি আশা করি দল তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। সোমবার আমি মনোনয়নপত্র দাখিল করবো।’
উল্লেখ্য, পদত্যাগের আগের দিন নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টে তিনি জানান, রোববার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করবেন এবং যাদের কাগজপত্রে স্বাক্ষরের প্রয়োজন রয়েছে, তাদের শনিবার ইউনিয়ন পরিষদে আসার আহ্বান জানান। ওই দিন তিনি সারাদিন ইউনিয়ন পরিষদে উপস্থিত থেকে নিয়মিত নাগরিক সেবা প্রদান করেন।