1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :

সংগীতগুরু ওস্তাদ মোহনলাল দাশের স্মরণে বাঁশখালীতে দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: উপমহাদেশের প্রখ্যাত সংগীতগুরু, শব্দ সৈনিক ওস্তাদ মোহনলাল দাশের স্মরণে ‘ওস্তাদ মোহনলাল দাশ স্মৃতি সংসদ’ ও ‘সরগম একাডেমি’-এর যৌথ উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা–২৫ এবং উর্ত্তীর্ণদের ফলাফল প্রকাশ অনুষ্ঠান বৃহস্পতিবার বিকেলে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

সারা বাঁশখালী থেকে দশজন সমন্বয়কের মাধ্যমে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিপুলসংখ্যক প্রতিযোগী। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—এই তিনটি পৃথক গ্রুপে পাঁচ শতাধিক প্রতিযোগী অংশ নেন। সাতটি পৃথক কক্ষে (বুথে) অভিজ্ঞ ও বিজ্ঞ বিচারকমণ্ডলীর তত্ত্বাবধানে প্রতিযোগিতার কার্যক্রম পরিচালিত হয়।

প্রয়াত ওস্তাদ মোহনলাল দাশের সুযোগ্য সন্তান, কবি ও সংগীতসাধক ওস্তাদ স্বপন কুমার দাশের সভাপতিত্বে প্রতিযোগিতা শেষে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরগম একাডেমি চট্টগ্রামের সভাপতি ও দৈনিক ভোরের ডাক-এর চট্টগ্রাম ব্যুরো প্রধান কিরণ শর্মা, দৈনিক সবুজ বাংলা-এর চট্টগ্রাম ব্যুরো প্রধান রূপম ভট্টাচার্য, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ, বাঁশখালী প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক শিব্বির আহমদ রানা এবং ওস্তাদ মোহনলাল দাশ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. মহসিন।

সংগীতপ্রেমিদের মিলন মেলা

অনুষ্ঠানের সমন্বয়কের দায়িত্ব পালন করেন শিল্পী ও সংগীত প্রশিক্ষক প্রণব কুমার সিকদার, সুকুমার মল্লিক, পঞ্চানন দে, সঞ্জয় রক্ষিত, মিলন দাশ গুপ্ত, সুজন শীল ও কার্তিক দাশ।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সংগীতশিল্পী কল্যাণী ঘোষ, শিমুল শীল, ইকবাল পিন্টু, দিদারুল ইসলাম, শিবাণী চক্রবর্তী, বনানী শেখর রুদ্র, লাকী দত্ত, অভিষেক দাশ, আনন্দ প্রকৃতি, লিটন নন্দী, উৎস চক্রবর্তী, অপু সেন গুপ্ত, টিটু ধর (তবলা), জুয়েল দেব দাশ (তবলা), অনুপম কুমার নন্দীসহ বাংলাদেশ বেতার ও টেলিভিশন চট্টগ্রামের স্বনামধন্য সংগীতশিল্পী ও প্রশিক্ষকবৃন্দ।

সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সহস্রাধিক সংগীতপ্রেমী দর্শক ও অভিভাবকের উপস্থিতিতে স্কুল প্রাঙ্গণ ছিল মুখরিত। দিনব্যাপী এই আয়োজনে একযোগে দেশের গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকসংগীত, আধুনিক গান, তবলা লহরা, চিত্রাঙ্কন, নৃত্য এবং প্রয়াত ওস্তাদ মোহনলাল দাশের জীবন ও কর্মভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সংগীত ও সংস্কৃতির এই ব্যতিক্রমধর্মী আয়োজন বাঁশখালীর সাংস্কৃতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে অভিমত ব্যক্ত করেন উপস্থিত সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট