
বাঁশখালী সংলাপ::: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বাঁশখালীতে এক মতবিনিময় সভা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় বাঁশখালী কেন্দ্রীয় শীলকূপ চৈত্য বিহার প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া।
অনুষ্ঠানে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী বৌদ্ধ সমিতির সভাপতি শ্রীমৎ রাহুলপ্রিয় মহাস্থবির। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী কেন্দ্রীয় শীলকূপ চৈত্য বিহারের অধ্যক্ষ কর্মবীর ভদন্ত দেবমিত্র মহাস্তবির।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঁশখালী আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিসকাতুল ইসলাম চৌধুরী (পাপ্পা)।
প্রধান অতিথির বক্তব্যে মিসকাতুল ইসলাম চৌধুরী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। সব ধর্মের মানুষ এখানে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে। বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠান ও সম্প্রদায়ের উন্নয়নে সরকারের এ উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের কার্যক্রম সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় করবে।’
তিনি আরও বলেন, ‘ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও মানবিকতার চর্চা সমাজকে আলোকিত করে। ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’
সভায় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে উপকারভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়। এ সময় স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ, ধর্মীয় গুরু, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।