1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে অনুষ্ঠিত হলো সৃজন সাংস্কৃতিক সংসদের ৮ম মেধাবৃত্তি পরীক্ষা নির্বাচনী শৃঙ্খলায় উদাহরণ অধ্যক্ষ জহিরুল: নিজেই সরালেন নিজের পোস্টার বাঁশখালীতে ইপসার উদ্যোগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত তফসিলের পর ৪৮ ঘণ্টার মধ্যে সব নির্বাচনি প্রচারণা সামগ্রী অপসারণের নির্দেশ ১৫ লাখ টাকার ট্রলিং জাল উদ্ধার, বাঁশখালীতে ১৮ জেলে আটক দাঁড়িপাল্লার সমর্থনে বাঁশখালীতে যুব-ছাত্র ও নাগরিক গণসমাবেশের প্রস্তুতি বৈঠক সম্পন্ন বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে আহত বিট কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক উপজেলা প্রশাসনের উদ্যোগে বেগম রোকেয়া দিবস: বাঁশখালীর দুই সফল নারী সংবর্ধিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে বাঁশখালীতে আলোচনা সভা অনুষ্ঠিত গ্রামীণ জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতে এসডিএফ—বাঁশখালীতে দিনব্যাপী কর্মশালা

বাঁশখালীতে যুবদলের দোয়া মাহফিল ও কর্মীসভায় ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:: চট্টগ্রাম বাঁশখালী উপজেলা যুবদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং ধানের শীষের মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার সমর্থনে এক বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় চাম্বল ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এ কর্মীসভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব রাসেল চৌধুরী।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম–১৬ (বাঁশখালী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী (পাপ্পা)।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘চাম্বলের এই ঐতিহাসিক মাঠ থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধানের শীষ প্রতীকের প্রার্থী ঘোষণা করেছিলেন। এখান থেকেই বাঁশখালীতে ধানের শীষের প্রচারযাত্রা শুরু হয়। দক্ষিণ বাঁশখালীর মাটি বিএনপির ঘাঁটি। যুবদল হলো বিএনপি পরিবারের প্রথম সন্তান। আপনারা সক্রিয় ভূমিকা রেখে প্রতিটি গ্রাম-মহল্লায় ধানের শীষের পক্ষে কাজ করবেন। ধানের শীষের বিজয় হলে সেটি হবে পুরো বাঁশখালীর বিজয়। আজকের সমাবেশ প্রমাণ করে, বাঁশখালী এখনো বিএনপির ঘাঁটি।’

তিনি যুবদল কর্মীদেরকে মা-বোনদের কাছে সালাম পৌঁছে দেওয়ার অনুরোধ জানান এবং ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান করেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাখাওয়াত জামাল দুলাল, সাবেক আহ্বায়ক চেয়ারম্যান মাস্টার লোকমান আহমেদ, জেলা বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান ইব্রাহিম খলিল, জেলা বিএনপির সদস্য দেলাওয়ার আজিম, শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মুবিনুল হক, এডিশনাল পিপি অ্যাডভোকেট শওকত ওসমান, জেলা যুবদলের সহ-সভাপতি নুরুল হুদা জাহাঙ্গীর।

এ সময় বক্তারা বলেন, ‘ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপির মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার পক্ষে শক্তিশালী গণসমর্থন গড়ে তোলাই এখন যুবদলের প্রধান দায়িত্ব।’

অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট