
সংলাপ সংবাদদাতা:: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের কদম রসূল সাগর পাড় এলাকায় শুক্রবার সকালে একটি অজ্ঞাত লাশ ভেসে উঠেছে। লাশটির বয়স আনুমানিক ৬০ বছর বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা সকাল ১০টার দিকে সাগর তীরে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক (এসআই) মজনু মিয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘সকালে সাগরের তীরে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পাই। পরে পুলিশকে খবর দিই। পুলিশসহ ‘খানখানাবাদ ইউনিয়ন ও কদম রসূল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি সংসদ’-এর সদস্যদের সহায়তায় লাশটি লাশবাহী গাড়িতে তোলা হয়।’
স্থানীয় সূত্রে জানা যায়, মরদেহটির পরনে শুধু একটি গোলগলা গেঞ্জি ছিল। ধারণা করা হচ্ছে, তিন-চার দিন আগে লাশটি সাগরে পড়ে ভেসে এসেছে। এতে শরীরে পচন ধরেছে এবং পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। এখনো পরিচয় শনাক্ত করা যায়নি। কেউ নিখোঁজ থাকলে বাঁশখালী থানা বা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি। আমরা লাশটির পরিচয় সনাক্ত করতে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রাখছি।’
তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।