1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :

বাঁশখালীতে বরফকল মালিক গুনল অর্ধ-লক্ষ টাকা জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:: মা ইলিশ সংরক্ষণ অভিযান-২৫’ বাস্তবায়নে চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা প্রশাসন, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার ছনুয়া ফাঁড়ির মুখ ও শেখেরখীল জলকদর খাল হয়ে কুতুবদিয়া চ্যানেল পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জামশেদুল আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন, মেরিন ফিশারিজ কর্মকর্তা সাইফুল ইসলাম এবং বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন, বাঁশখালীর সিসি আবু সাঈদ।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট এলাকার বরফকলগুলোও পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মোবাইল কোর্ট পরিচালনার সময় ছনুয়া ফাঁড়ির মুখ এলাকাধীন ‘আল্লাহর দান আইস ফ্যাক্টরি’ তে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে অবৈধভাবে বরফ উৎপাদন করতে দেখা যায়। পরে উৎপাদিত প্রায় ৭০০টি বরফ ব্লক জব্দ করে ধ্বংস করা হয় এবং বরফকলের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশসহ অন্যান্য মাছ আহরণে সরকারি নিষেধাজ্ঞা জারি রয়েছে। এ সময় বাঁশখালী উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর ও আইন-শৃঙ্খলা বাহিনী নিষেধাজ্ঞা বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে।

ইউএনও মোহাম্মদ জামশেদুল আলম বলেন, ‘মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কেউ এ আদেশ অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন জানান, ‘মা ইলিশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জেলেদের সচেতন করা ও অবৈধ কার্যক্রম রোধে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা হয়েছে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট