
সৌদি আরব প্রতিনিধি: এন এস এন কনসোর্টিয়াম লি. ও নিহা বিল্ডার্স লি.-এর ব্যবস্থাপনা পরিচালক মো. নাছির উদ্দিনের সৌদি আরবে আগমন উপলক্ষে তাকে এক সংবর্ধনা অনুষ্ঠান প্রদান করেছে বাঁশখালী প্রবাসী অর্গানাইজেশন।
শুক্রবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় দুপুরে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এম আতিকুর রহমান এবং সার্বিক সহযোগীতা করেন মো. নজরুল ইসলাম।
সংবর্ধিত অতিথির পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মো. ফরিদুল আলম, আহাম্মদ কবির সিকদার, রেজাউল করিম, আবু বক্কর সিদ্দিক, সোহেল মোহাম্মদ মাহাবুব, মো. ইলিয়াছ, মো. জাহাঙ্গীর ও মো. জসীম উদ্দীন।
অনুষ্ঠানে বক্তারা মো. নাছির উদ্দিনের ব্যবসায়িক সাফল্য, প্রবাসী কমিউনিটির উন্নয়নে তার ভূমিকা এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় তার অবদান তুলে ধরেন। পাশাপাশি ভবিষ্যতে প্রবাসীদের কল্যাণে আরও নিবিড়ভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে সংবর্ধনার জন্য আয়োজক সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।