1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :

বাঁশখালীতে এস. আলম বাসের ধাক্কায় যাত্রী ছাউনি বিধ্বস্ত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা:: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজার থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে সোলতানিয়া রোডের মাথায় মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে এস. আলম পরিবহনের একটি বাসের ধাক্কায় জনগুরুত্বপূর্ণ যাত্রী ছাউনিটি ভেঙে চুরমার হয়ে গেছে।

দুর্ঘটনাটি ঘটে সকাল সাড়ে ১০টার দিকে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রেমবাজার কাউন্টার থেকে ছেড়ে আসা এস. আলম পরিবহনের একটি বাস (চট্ট-মেট্রো: ১১-১৭০৬) সড়কের ওই অংশে ঘুরতে গিয়ে যাত্রী ছাউনিটিতে ধাক্কা দেয়। এতে ছাউনিটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। পরে বাস কর্তৃপক্ষ স্থানীয়দের আশ্বস্ত করে জানায়, তারা ছাউনিটি পুনর্নির্মাণের উদ্যোগ নেবে।

এ স্থানটি দীর্ঘদিন ধরে দুর্ঘটনাপ্রবণ হিসেবে পরিচিত। এলাকাবাসীর অভিযোগ, একই স্থানে পূর্বেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। কিছুদিন আগে এস. আলম পরিবহনের একটি বাস মাদরাসা পড়ুয়া এক শিক্ষার্থীকে মারাত্মকভাবে আহত করে। স্থানীয়দের প্রতিরোধের মুখে তখন বাসটি পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় থানায় নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়ে ছাড়িয়ে নেওয়া হয়।

তাছাড়া, একই পয়েন্টে স্থানীয় প্রবীণ ব্যক্তি জাফর আহমদ এস. আলম বাসের ধাক্কায় আহত হয়ে একদিন পর মারা যান। স্থানীয়দের অভিযোগ, ‘টি’ কানেক্টেড এই সড়ক অংশে এস. আলম পরিবহনের বাসগুলো নিয়মিতভাবে দ্রুতগতিতে টার্ন নিতে গিয়ে দুর্ঘটনা ঘটিয়ে আসছে।

স্থানীয় বাসিন্দা সোলতানুল আজিম চৌধুরী বলেন, ‘এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী- এখানে জরুরি ভিত্তিতে স্পিডব্রেকার স্থাপন ও বড় পরিসরের নতুন যাত্রী ছাউনি নির্মাণ করা প্রয়োজন। প্রতিদিন এখানে প্রায় সময় ১০-১৫ জন যাত্রী যানবাহনের জন্য অপেক্ষা করেন। তাদের মধ্যে নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়, মাস্টার নজির আহমদ কলেজ, আম্বিয়া খাতুন মহিলা মাদরাসা এবং ছনুয়া-রাজাখালী এলাকার শিক্ষার্থীরাও রয়েছেন।’

বাঁশখালী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলামকে এ বিষয়ে ফোনে জানতে চাইলে তিনি বলেন, ‘ফোনে কথা ঠিকভাবে বোঝা যাচ্ছে না, আধা ঘণ্টা পরে ফোন দিন’- বলে ফোন কেটে দেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. জামশেদুল আলম বলেন, ‘এ ঘটনার বিষয়ে অবগত হয়েছি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, প্রশাসনের দ্রুত পদক্ষেপে এ স্থানে নতুন যাত্রী ছাউনি নির্মাণ এবং দুর্ঘটনাপ্রবণ মোড়ে স্পিডব্রেকার স্থাপন করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট