1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :

আজ আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর ৭৫তম জন্মদিন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

“শুভ জন্মদিন”

বাঁশখালী সংলাপ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অন্যতম বর্ষীয়ান নেতা, চট্টগ্রাম-১৫ (বাঁশখালী) আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক পরিবেশ ও বন প্রতিমন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর আজ ৭৫তম জন্মদিন।

১৯৫০ সালের ১৪ অক্টোবর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের গুনাগরি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। বাণিজ্য বিষয়ে স্নাতক শেষ করে তিনি ব্যবসা ও রাজনীতিতে যুক্ত হন।

জাফরুল ইসলাম চৌধুরী বিএনপি সরকারের আমলে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘদিন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ছিলেন এবং দলের সাংগঠনিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এছাড়া তিনি ১৯৯৬-৯৭ সালে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সংসদে থাকাকালীন তিনি বাংলাদেশ-জাতীয় সংসদীয় ফ্রেন্ডশিপ গ্রুপে বিএনপির একমাত্র প্রতিনিধি ছিলেন।

অতুলনীয় নেতৃত্বগুণ, সংগঠনিক দক্ষতা ও এলাকার উন্নয়নে অবদানের জন্য বাঁশখালীবাসীর কাছে তিনি আজও স্মরণীয় ও প্রিয়।

উল্লেখ্য, আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী ২০২২ সালের ৮ নভেম্বর চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট