1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :

শীলকূপে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নির্বাচনী দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

শীলকূপ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী, শীলকূপ ইউনিয়ন শাখার উদ্যোগে নির্বাচনী দায়িত্বশীলদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিকেল ৩টায় ইউনিয়ন কার্যালয়, টাইম বাজারে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংগঠনের সাংগঠনিক প্রস্তুতি, ভোটার যোগাযোগ, গণসংযোগ কার্যক্রম এবং দায়িত্ব বণ্টনসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর মাওলানা হোসাইন আহমেদ কাসেমী। তিনি বলেন, ‘দেশের মানুষ আজ পরিবর্তন চায়, ন্যায়ের সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী সবসময় গণমানুষের পাশে থেকেছে। দায়িত্বশীলদেরকে আন্তরিকতা, ধৈর্য ও একতা বজায় রেখে কাজ করতে হবে।’

বৈঠকে বিশেষ আলোচনা উপস্থাপন করেন ইউনিয়নের নায়েবে আমীর আব্দুর রহিম। তিনি বলেন, ‘নির্বাচন শুধু ভোটের প্রতিযোগিতা নয়, এটি একটি আদর্শিক লড়াই। আমাদের লক্ষ্য ইসলামভিত্তিক ন্যায় ও কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠা করা।’

নির্বাচনী এজেন্ডা পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ রবিউল আলম। তিনি বলেন, ‘দায়িত্বশীলদের কাজ হবে প্রতিটি ভোটার পরিবারের সাথে যোগাযোগ স্থাপন, সংগঠনের বার্তা পৌঁছে দেওয়া এবং নির্বাচনে সক্রিয় ভূমিকা পালন করা।’

এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন শীলকূপ ইউনিয়নের সভাপতি রেজাউল করিম, অর্থ সম্পাদক মোহাম্মদ ইউসুফসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

বৈঠক শেষে দায়িত্বশীলদের মধ্যে নির্বাচনী কর্মপরিকল্পনা বিতরণ করা হয় এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট